শিরোনাম |
আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাকের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাকের হুঁশিয়ারি ইশরাক হোসেন তার স্ট্যাটাসে আরও বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার, শাস্তি এবং নিষিদ্ধকরণ প্রয়োজন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে, যা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। তার মতে, এ দলকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই, কারণ এটি একটি "গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন"। তিনি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেন, এক নেতার পূজা, এক দল, এক দেশ এবং সিস্টেম্যাটিক নিপীড়ন, যা জনগণের কাছে প্রমাণিত হয়েছে এবং আদালতেও প্রমাণিত হবে। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে তার মতামত জানিয়ে বলেন, এই দলটিরও শাস্তি হওয়া উচিত, কারণ তাদের গায়ে "রক্তের দাগ" রয়েছে। ইশরাক আরও বলেন, আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টির শাস্তি হওয়া উচিত এবং তিনি সতর্ক করে বলেন, গেম কাদের এখন আওয়ামী লীগ বাঁচাতে নেমেছেন। তিনি জনমতকে জাগ্রত করে বলেন, এই অবস্থা অব্যাহত থাকলে জনগণ জি এম কাদেরকে "প্রভুর বাড়ি" পাঠিয়ে দেবে। সাম্প্রতিক স্ট্যাটাসে, ইশরাক হোসেন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী দলগুলোকে কঠোরভাবে আক্রমণ করেছেন এবং তাদের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে মতামত দিয়েছেন। তার মন্তব্যগুলি প্রমাণ করে যে, তিনি সরকার বিরোধী আন্দোলনে দৃঢ় প্রতিজ্ঞ। |