সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০০:০৪:২৪ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাকের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 22 March, 2025
আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাকের হুঁশিয়ারি

আ.লীগের বিচারের পর নিবন্ধন বাতিল করে ডেথ সার্টিফিকেট দিতেই হবে: ইশরাকের হুঁশিয়ারি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ আওয়ামী লীগের "কবর রচনা" করবে। তার মতে, বিচারকার্য শেষে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং তাদের "ডেথ সার্টিফিকেট" দিতে হবে।

ইশরাক হোসেন তার স্ট্যাটাসে আরও বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার, শাস্তি এবং নিষিদ্ধকরণ প্রয়োজন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে, যা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। তার মতে, এ দলকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই, কারণ এটি একটি "গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন"।

তিনি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেন, এক নেতার পূজা, এক দল, এক দেশ এবং সিস্টেম্যাটিক নিপীড়ন, যা জনগণের কাছে প্রমাণিত হয়েছে এবং আদালতেও প্রমাণিত হবে। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে জাতীয় পার্টির ভূমিকা নিয়ে তার মতামত জানিয়ে বলেন, এই দলটিরও শাস্তি হওয়া উচিত, কারণ তাদের গায়ে "রক্তের দাগ" রয়েছে।

ইশরাক আরও বলেন, আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টির শাস্তি হওয়া উচিত এবং তিনি সতর্ক করে বলেন, গেম কাদের এখন আওয়ামী লীগ বাঁচাতে নেমেছেন। তিনি জনমতকে জাগ্রত করে বলেন, এই অবস্থা অব্যাহত থাকলে জনগণ জি এম কাদেরকে "প্রভুর বাড়ি" পাঠিয়ে দেবে।

সাম্প্রতিক স্ট্যাটাসে, ইশরাক হোসেন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী দলগুলোকে কঠোরভাবে আক্রমণ করেছেন এবং তাদের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে মতামত দিয়েছেন। তার মন্তব্যগুলি প্রমাণ করে যে, তিনি সরকার বিরোধী আন্দোলনে দৃঢ় প্রতিজ্ঞ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com