মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ০৫:০৪:৪৭ এএম
শিরোনাম আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে : ডিএমপি কমিশনার       নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশী নয়: নজরুল ইসলাম       কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা       বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহিষ্ণু অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা       ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার       পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক       এমপি-মন্ত্রীসহ পলাতক সবাইকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব      
ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন
জবি প্রতিনিধি,
Published : Thursday, 20 March, 2025
ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ৭০ জন নিরপরাধ ফিলিস্তিনি নাগরিক। রমজানের পবিত্র সময়ে এ ধরনের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে, মানববন্ধনে বক্তারা বিশ্ব নেতাদের প্রতি ইসরায়েলি হামলা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮৩ জনই শিশু। যদিও ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হয়, কিন্তু মঙ্গলবার সেই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল পুনরায় গাজায় বোমা বর্ষণ শুরু করে। জবিশিস আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনটি সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাংবাদিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, ইসরায়েলি পণ্য এবং তাদের মিত্র রাষ্ট্রগুলোর পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনের শেষ পর্যায়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে তাদের অবিচল সহমর্মিতা প্রকাশ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com