মানবসেবার ব্রত নিয়ে নিউ ইয়র্কে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধন পেয়েছে ‘ধুমকেতু সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইনকর্পোরেটেড’ নামের প্রতিষ্ঠানটি। ধুমকেতু সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমেরিকা এবং সুইডিশ ফান্ডে দেশের প্রত্যন্ত অঞ্চলে সুদমুক্ত ঋণ প্রদান, অসুস্থদের চিকিৎসায় সহযোগীতা, পবিত্র রমজানকে সামনে রেখে ইফতারীর পণ্য সামগ্রী বিতরণ, মাত্র ৫০০ টাকায় গরুর মাংস বিতরণ ইত্যাদি কর্মসূচী হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে ঢাকার দোহার থানার কুসুমহাটি ইউনিয়নস্থ আউলিয়াবাদসহ আশে-পাশের কয়েকটি গ্রাম-কেন্দ্রিক কর্মসুচী শুরু করেছে। আগামী শুক্রবার ২টি গরু জবাই করে এর মাংস ৩০০ পরিবারকে মাত্র ৫০০ টাকা কেজিতে বিতরণ করা হবে। বাংলদেশী-আমেরিকান তৌফিকুল ইসলাম পিয়াস এবং সুইডিশ-বাংলাদেশী খন্দকার মাসুদুর রহমান এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটি তাদের মানবাধিকার ও জনসেবামূলক কর্মসূচি শুরু করেছে। স্থানীয় পর্যায়ে খন্দকার তারিকুল ইসলাম, নুরুল আমিন কফিল, লাবু খন্দকার, সাজ্জাদ হোসেন, নাজমুন আমিন, ইমান হোসেন, আসলাম দেওয়ান প্রমুখ সমাজ সেবা প্রতিষ্ঠানটির সংগে সম্পৃক্ত হয়ে সমাজ সেবার মহান ব্রত নিয়ে সকলে কাঁধে কাঁধ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫০০ পরিবার সংগঠনটির সদস্যপদ গ্রহন করেছে।
ধুমকেতু সমাজ সেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু
প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা জনপ্রিয় লেখক, ব্লগার, অনলাইন এক্টিভিষ্ট ও ব্যবসায়ী তৌফিকুল ইসলাম পিয়াস ইউএস ইন্সিটিটিউট অফ ডিপ্লোমেসী এন্ড হিউম্যান রাইটসভূক্ত হিউম্যান রাইটস এক্টিভিষ্ট এবং কনসালটেন্ট। এছাড়া তিনি বাংলাদেশে বসবাসকালীন সময়ে টানা ১০ বছর এফবিসিসিআই এর জেনারেল বডি মেম্বার এবং একজন ব্যবসায়ী নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সেরও একজন মেম্বার। তৌফিকুল ইসলাম পিয়াস জানালেন যে, তিনি সুইডেন প্রবাসী খন্দকার মাসুদুর রহমানের সংগে যৌথভাবে বাংলাদেশের দুঃস্থ জনগণের জন্য কাজ করার ব্রত নিয়ে সমাজসেবা মুলক সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। তাদের প্রতিষ্ঠানের প্রধান শ্লোগানই হচ্ছে, যার হাতে টাকা আছে যেও যেমন খাবে, যার হাতে টাকা নেই সেও খাবার পাবে’।