শিরোনাম |
গাজা পরিস্থিতি নিয়ে পাকিস্তান-সউদী আরবের উদ্যোগে ওআইসির জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সোমবার (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ ফোনালাপে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। রেডিও পাকিস্তানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৈঠকে ইসহাক দার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি সউদী আরবের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পাকিস্তানের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি পাকিস্তানের দৃঢ় অবস্থান তুলে ধরেন। প্রিন্স ফয়সাল পাকিস্তানের দীর্ঘদিনের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে কথা বলেন এবং পাকিস্তানের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন, যা হলো ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এদিকে, সউদী আরব নেতানিয়াহুর ফিলিস্তিনিদের উচ্ছেদ নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সউদী ভূখণ্ডে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নেই। গত বৃহস্পতিবার ইসরাইলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪–কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘সউদী আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন সউদীরা। সেখানে তাদের অনেক জমি রয়েছে।’ তবে তিনি ভুলবশত ‘ফিলিস্তিন রাষ্ট্র’ বলার পরিবর্তে ‘সউদী রাষ্ট্র’ বলে ফেলেন, যা দ্রুত সংশোধন করেন। তার এ মন্তব্যের পর কাতার, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাকসহ অনেক আরব দেশ ক্ষোভ প্রকাশ করেছে। |