শিরোনাম |
রোহিতের ফেরার দিনে তিনশো করেও পারলনা ইংল্যান্ড
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩০৪ রান করে। জবাবে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৪৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৮ রান তুলে জয় নিশ্চিত করে ভারত। নিশ্চিত করে ২-০ ব্যবধানে সিরিজ জয়ও। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। তারা দুজন ১৬.৩ ওভারেই দলীয় সংগ্রহ যোগ করেন ১৩৬ রান। এই রানে গিল ফিরেন ৯টি চার ও ১ ছক্কায় ৬০ রান করে। ১৫০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। বিরাট কোহলি ফিরেন ব্যক্তিগত ৫ রানে। সেখান থেকে রোহিত ও শ্রেয়াস আয়ার ৭০ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ ইনিংসের মধ্যে প্রথমবার পঞ্চাশ ছুঁয়ে ৭ ছক্কা ও ১২ চারে ৯০ বলে ১১৯ রান করেন থামেন রোহিত।রোহিত ৩২তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৭৬ বলে। দারুণ সব শটের পসরা মেলে গড়া তার চমৎকার ইনিংস থামান লিয়াম লিভিংস্টোন। অসাধারণ এই ইনিংস খেলার পথে রোহিত ভারতীয় ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শচীন টেন্ডুলকারকে (১৫৩৩৫) পেছনে ফেলেছেন। ১৫৩৫০ রান নিয়ে তিনি কেবল বীরেন্দর শেবাগের (১৬১১৯) পেছনে। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় দুইয়ে উঠেছেন রোহিত। ৩৩২ ছক্কা মেরে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে (৩৩১)। তার উপরে কেবল শহীদ আফ্রিদি (৩৫১)। ৪৭ বলে ৪৪ রান করে রান আউটে কাটা পড়েন শ্রেয়াস। লোকেশ রাহুল ব্যর্থ হন আরেকবার। টিকতে পারেননি হার্দিক পান্ডিয়াও। জাদেজাকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আকসার। ৪৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে এদিনও টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৫ রান করে তারা। যদিও শুরুর জুটি ভাঙতে পারত ৪৩ রানে। ফিল সল্টের সহজ ক্যাচ ফেলেন আকসার। ৬ রানে জীবন পেয়ে বেশিদূর যেতে পারেননি তিনি (২৯ বলে ২৬)। তাকে ফিরিয়ে ৮১ রানের জুটি ভাঙেন অভিষিক্ত ভারুন চক্রবর্তি। ডাকেট দলীয় স্কোর একশ পার করে আউট হন। ৬৫ রান করেন তিনি। জো রুটও হাফ সেঞ্চুরি করেন। এউইন মর্গ্যানকে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৬তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। ৬৯ রানে থামেন সাবেক অধিনায়ক। এরপর হ্যারি ব্রুক (৩১), জস বাটলার (৩৪) ও লিয়াম লিভিংস্টোনের (৪১) ব্যাটে তিনশ ছাড়ায় ইংল্যান্ড। ইনিংসের এক বল বাকি থাকতে ৩০৪ রানে অলআউট তারা।রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন। |