শুক্রবার ২৮ মার্চ ২০২৫ ১৫:০৩:০৬ পিএম
শিরোনাম ঈদকে সামনে রেখে ফেনীতে যানযট নিরসনে যৌথ বাহিনীর অভিযান       ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া       চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর       ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা আদালতের       ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহ চিত্র যুক্তরাষ্ট্রের হাতে       দু’এক দিনেই বাসায় ফিরছেন তামিম, নেয়া হবে বিদেশেও       গাজায় প্রতি ৪৫ মিনিটে একটি শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে ইসরাইল      
স্বৈরাচার হাসিনার দোসর তারকাদের কি অবস্থা বর্তমানে?
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 9 February, 2025
স্বৈরাচার হাসিনার দোসর তারকাদের কি অবস্থা বর্তমানে?
ফেসিস্ট হাসিনা পালিয়েছে ৬ মাসেরও বেশি সময় হলো। হাসিনার পা চাটা সেসব তারকারা কৈ? যারা এক সময় গলা ফাটিয়েছিলো হাসিনা আর আওয়ামী লীগকে নিয়ে। এসব তারকাদের অনেককে প্রকাশ্যেই দেখা যাচ্ছে না। আর যারাও কথা বলছেন আওয়ামী লীগ ও হাসিনাকে নিয়ে তারাও পড়ছেন ছাত্র-জনতার রোষানলে।

এদের মধ্যে অন্যতম অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। প্রয়াত লেখক হুমায়ন আহমেদের এই দ্বিতীয় স্ত্রী হাসিনা পালানোর পর থেকেই তার পক্ষ নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে পোষ্ট করে আসছিলেন। সম্প্রতি এ ঘটনায় গ্রেফতারও হন তিনি। যদিও জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার ছেড়ে দেয় ডিবি। শাওন ছিলেন আওয়ামী লীগের অন্যতম আস্থাভাজন। হাসিনার দলের করা গোপন মিটিংয়ে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী এমন খবরও চাউর হয়েছে চারিদিকে। শাওনের পর গ্রেফতার হয় আরেক তারকা অভিনেত্রী সুহানা সাবা। দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছিলো তাকে। শাওনের সাথে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় এই অভিনেত্রীকেও। আওয়ামী লীগের গোপন মিটিংয়ে তিনিও অংশ নিয়েছিলেন বলে জানা যায়।

চিত্র নায়ক ফেরদৌস ছিলেন অত্যান্ত জনপ্রিয়। হাসিনার দলের এমপি হওয়ায় তিনি হারিয়েছেন সেই জনপ্রিয়তা। এখন আর হারিকেন জা¦ালিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না এই তারকাকে। আওয়ামী লীগের শাসনামলে তিনি সরব ছিলেন উপস্থাপনা, অভিনয়সহ সরকারি অনুদানের অধিকাংশ চলচ্চিত্রে। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ফেরদৌস। আওয়ামী লীগের প্রচারণায় গিয়ে ভাইরাল হওয়া রিয়াজের কথা মনে আছে? এক সময় সিনেমার পর্দা কাঁপানো এই তারকা এখন লাপাত্তা। আওয়ামী লীগের এমপি না হলেও স্বৈরাচার হাসিনার দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। হাসিনা পালানোর পর থেকে তাকেও আর প্রকাশ্যে দেখা যায়নি। সিনেমার পর্দা সেভাবে কাঁপাতে না পারলেও বিএফডিসি ঠিকই কাঁপিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। শেখ সেলিমের বেড পার্টনার ছিলেন এই অভিনেত্রী এমন খবরও এসেছে মিডিয়ায়। প্রায় পাঁচ মাস আত্মগোপনে থাকার পর গত ১০ জানুয়ারি লন্ডনে পালানোর সময় সিলেট ইমিগ্রেশন পুলিশের কাছে ধরা পড়েন এই অভিনেত্রী।

এদিকে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে চাওয়া অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস ৫ আগস্টের পরে তড়িঘড়ি করে কানাডা চলে গেছেন। ডিগবাজিখ্যাত জায়েদ খানও দেশে নেই। হাসিনা পালানোর পর হত্যা মামলা হয় এই অভিনেতার নামে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নিজ জেলায় নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু দলের মনোনয়ন পাননি। বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের প্রশংসা করে পোস্টও দিয়েছেন সামাজিক মাধ্যমে। ৫ আগস্টের পর এই নায়িকাকেও তেমন একটা জনসম্মুখে দেখা যায়নি আর। প্রত্যেক নারীর ভেতরে একজন করে শেখ হাসিনা আছেন এমন মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে তৈল মেরেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে তিনিও রয়েছেন ছাত্র জনতার তোপের মুখে। মুজিব বায়োপিকে শেখ মুজিবের চরিত্রে অভিনয় করে ঘরবন্দি হয়ে আছেন অভিনেতা আরেফিন শুভ। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গান শুনিয়ে রোষানলে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীও।

এসব তারকারা ছাড়াও একসময় আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া অভিনেত্রীরাও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে রয়েছেন। যার মধ্যে অন্যতম অভিনেত্রী রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, সুইটি, তারিন, ভাবনাসহ অনেকেই। স্বৈরাচার হাসিনার দালালি করে আজ জনপ্রিয়তা হারিয়েছেন অনেক তারকারাই। ভবিষ্যৎ এ আর কারো দালালি করার আগে শতবার ভাববেন অভিনেতা-অভিনেত্রীরা এমন প্রত্যাশাই তাদের ভক্তদের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com