শিরোনাম |
হাইলাকান্দিতে টিপার- বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
|
জাতীয় সড়কের বাউয়ারঘাট এলাকায় এক দ্রুতগতির টিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বাইকে ছিলেন সালেহ আহমেদ বড়ভূইয়া ও তাঁর ৮ বছর বয়সী ছেলে। ঘটনাস্থলে ২ জনেরই মৃত্যু ঘটে। ছেলেকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সালেহ আহমেদ। শিশুটি স্প্রিং ভ্যালি স্কুলের ছাত্র। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। |