বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৯:০৩:১২ পিএম
শিরোনাম ধুমকেতু সমাজ সেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু       স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার      
এস্পানিওলের কাছে হেরে গেল রিয়াল
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 2 February, 2025
এস্পানিওলের কাছে হেরে গেল রিয়াল

এস্পানিওলের কাছে হেরে গেল রিয়াল

অবশেষে থামল রিয়াল মাদ্রিদের। শেষ মুহুর্তের গোলে লস ব্লাংকোরদের চমকে দিয়ে ১-০ গোলের স্মরণীয় এক জয় তুলে নিয়েছে লিগ টেবিলের তলানীতে থাকা এস্পানিওল। 


শনিবার রাতে এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কার্লোস রোমেরো জয়সূচক গোলটি করেন।

শনিবার লা লীগার আরেক ম্যাচে দিনের শুরুতে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে রেয়ালের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নামিয়ে আনে আতলেতিকো মাদ্রিদ। সেই ব্যবধান আবার ৪ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। আসরে তৃতীয় হারের তেতো স্বাদ পেল তারা।


এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও সুযোগ তৈরি করতে পারছিল না কেউ।২২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বক্সে দারুণ নৈপুণ্যে জালে বল পাঠালেও গোল মেলেনি। বক্সেই কিলিয়ান এমবাপে এস্পানিওলের মিডফিল্ডার পল লোসানোকে ফেলে দেওয়ায় ফাউল ধরেন রেফারি।

এর মাঝেই ৫০ মিনিটে বড় এক ধাক্কা খায় আগের চার রাউন্ডে জয়ী রিয়াল। পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার

তার বদলি নামেন তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিও।৭৬তম মিনিটে কাছ থেকে রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। পরের মিনিটে এমবাপের শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন তিনি।লক্ষ্যে প্রথম শট রাখতে পারে এস্পানিওল।


৮০ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড কারেরাসের ওই নিচু শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া।৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে স্তব্ধ করে দেয় এস্পানিওল।

সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোলটি করেন রোমেরো। বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও হার এড়াতে পারেনি রিয়াল।দারুণ এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এলো এস্পানিওল।

২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে তারা।২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেটিকো। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার সান্তিয়াগো বার্নাবিউয়ে মুখোমুখি হবে মাদ্রিদের এই দুই দল।২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com