শিরোনাম |
দুর্দান্ত দ্বিশতকে ইতিহাসের পাতায় খাওয়াজা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() দুর্দান্ত দ্বিশতকে ইতিহাসের পাতায় খাওয়াজা টেস্টের প্রথম দিন শেষে খাওয়াজা অপরাজিত ছিলেন ১৪৭ রানে। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার প্রথম সেশনেই ক্যারিয়ারে প্রথমবারের মতো পান দ্বিশতকের দেখা। অস্ট্রেলিয়ার প্রায় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে আর কোনো ওপেনার দুইশর দেখা পাননি ৩৮ বছর বয়সে। শ্রীলঙ্কায় কোনো অস্ট্রেলিয়ানের আগের সর্বোচ্চ ছিল ১৬৬, আরেক বাঁহাতি ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের। ২০০৪ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওপেন করতে নেমেই ইনিংসটি খেলেছিলেন খাওয়াজার সাবেক কোচ। ৩৮ বছর ৪২ দিন বয়সের ডাবল সেঞ্চুরিতে আরও রেকর্ড ধরা দিয়েছে খাওয়াজার। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি আছে আর কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত এই কিংবদন্তি ১৯৪৬ সালে একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ৩৮ বছর ১০৮ দিন বয়সে, ১৯৪৮ সালে আরেকটি করেছিলেন ৩৯ বছর ১৪৯ দিন বয়সে। তবে কোনোটিই তার ক্যারিয়ারে প্রথম নয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, দলে অনেকবার আসা-যাওয়ার পর এই স্বাদ পেলেন খাওয়জা। তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৯৫ রান। বৃষ্টির কারণে তাকে এই রানে রেখেই ইনিংস ঘোষণা করতে হয়েছিল অধিনায়ককে। সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি ৩৬ বছর ৬০ দিন বয়সে। স্টিভেন স্মিথের সঙ্গে এদিন খাওয়াজার জুটি থামে ২৬৬ রানে। শ্রীলঙ্কায় যা তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২০০ ছিল গিলক্রিস্ট ও মার্টিনের। লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসের সোজা ডেলিভারিতে এলবিডব্লিউ হয় যান ১৪১ রান করা স্মিথ। দ্বিশতক করেও অবশ্য থামেননি খাওয়াজা। এরপর অভিষিক্ত জশ ইংলিশের সঙ্গে গড়েছেন দারুণ আরেকটি জুটি। যে জুটি এরই মধ্যে পেরিয়ে গেছে শতক। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ বলে ৬৮ রানে ব্যাট করছেন ইংলিশ, ৩৩৭ বলে ২২৪ রানে খাওয়াজা। অস্ট্রেলিয়ান সংগ্রহ ৩ উইকেটে ৫১৯ রান। |