বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৯:০৩:৫৪ পিএম
শিরোনাম ধুমকেতু সমাজ সেবা প্রতিষ্ঠানের যাত্রা শুরু       স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার      
দুর্দান্ত দ্বিশতকে ইতিহাসের পাতায় খাওয়াজা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 30 January, 2025
দুর্দান্ত দ্বিশতকে ইতিহাসের পাতায় খাওয়াজা

দুর্দান্ত দ্বিশতকে ইতিহাসের পাতায় খাওয়াজা

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান গল টেস্টে ব্যাট হাতে অনন্য কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই ওপেনার। শ্রীলঙ্কার মাটিতে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তও গড়লেন এই ৩৮ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটার।

টেস্টের প্রথম দিন শেষে খাওয়াজা অপরাজিত ছিলেন ১৪৭ রানে। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার প্রথম সেশনেই ক্যারিয়ারে প্রথমবারের মতো পান দ্বিশতকের দেখা। অস্ট্রেলিয়ার প্রায় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে আর কোনো ওপেনার দুইশর দেখা পাননি ৩৮ বছর বয়সে।

শ্রীলঙ্কায় কোনো অস্ট্রেলিয়ানের আগের সর্বোচ্চ ছিল ১৬৬, আরেক বাঁহাতি ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের। ২০০৪ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওপেন করতে নেমেই ইনিংসটি খেলেছিলেন খাওয়াজার সাবেক কোচ।

৩৮ বছর ৪২ দিন বয়সের ডাবল সেঞ্চুরিতে আরও রেকর্ড ধরা দিয়েছে খাওয়াজার। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি আছে আর কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত এই কিংবদন্তি ১৯৪৬ সালে একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন ৩৮ বছর ১০৮ দিন বয়সে, ১৯৪৮ সালে আরেকটি করেছিলেন ৩৯ বছর ১৪৯ দিন বয়সে। তবে কোনোটিই তার ক্যারিয়ারে প্রথম নয়।

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, দলে অনেকবার আসা-যাওয়ার পর এই স্বাদ পেলেন খাওয়জা। তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৯৫ রান। বৃষ্টির কারণে তাকে এই রানে রেখেই ইনিংস ঘোষণা করতে হয়েছিল অধিনায়ককে।

সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি ৩৬ বছর ৬০ দিন বয়সে।

স্টিভেন স্মিথের সঙ্গে এদিন খাওয়াজার জুটি থামে ২৬৬ রানে। শ্রীলঙ্কায় যা তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২০০ ছিল গিলক্রিস্ট ও মার্টিনের।

লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসের সোজা ডেলিভারিতে এলবিডব্লিউ হয় যান ১৪১ রান করা স্মিথ।

দ্বিশতক করেও অবশ্য থামেননি খাওয়াজা। এরপর অভিষিক্ত জশ ইংলিশের সঙ্গে গড়েছেন দারুণ আরেকটি জুটি। যে জুটি এরই মধ্যে পেরিয়ে গেছে শতক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭০ বলে ৬৮ রানে ব্যাট করছেন ইংলিশ, ৩৩৭ বলে ২২৪ রানে খাওয়াজা। অস্ট্রেলিয়ান সংগ্রহ ৩ উইকেটে ৫১৯ রান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com