বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৭:০৩:৩০ পিএম
শিরোনাম স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার       রাজধানীতে পুলিশের অভিযানে ১০ অপরাধী গ্রেফতার      
বেলিংহ্যাম-রদ্রিগোর গোলে জিতলেও প্লে অফ খেলতে হবে রিয়ালকে
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 30 January, 2025
বেলিংহ্যাম-রদ্রিগোর গোলে জিতলেও প্লে অফ খেলতে হবে রিয়ালকে
প্রত্যাশিত দাপুটে পারফরম্যান্সই উপহার রিয়াল মাদ্রিদ। ব্রেস্তের বিপক্ষে বড় জয়ই তুলে নিয়েছে তারা। কিন্তু তবুও লক্ষ্য পূরণ হয়নি তাদের। অন্য ম্যাচগুলোর ফলাফল পক্ষে যায়নি তাদের। তাই সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে খেলার স্বপ্ন ম্লান হয়ে গেলো তাদের।

বুধবার রাতে গুইনগ্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে স্বাগতিক ব্রেস্তকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। অপর গোলটি করেছেন জুড বেলিংহ্যাম।

এই জয়ে শেষ পর্যন্ত একাদশ স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে রিয়াল। আট ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট তাদের। তাদের হারাতে পারলে সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ ছিল ব্রেস্তেরও। তবে এই হারে ১৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে সন্তুষ্ট থাকতে হচ্ছে ফরাসি ক্লাবটির।

তবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে শুরুটা ভালো না হলেও শেষ ধাপে চিরচেনা রাজকীয় রূপ দেখাতে পেরেছে রিয়াল। পুরো ম্যাচেই দাপট দেখানো দলটি খুব কম সুযোগ দিয়েছিল প্রতিপক্ষকে, পাশাপাশি নিজেদের সৃষ্ট সুযোগের বেশিরভাগই কাজে লাগিয়েছে। আর সেখানে দলকে অনুপ্রাণিত করেছেন রদ্রিগো।

এমন দাপুটে জয়ের পর সরাসরি শেষ ষোলোতে জায়গা না পাওয়া হতাশার লস ব্লাঙ্কোসদের। তারচেয়েও বড় অস্বস্তির সংবাদ প্লে-অফে তারা মুখোমুখি হতে পারে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। যদিও সাম্প্রতিক সময়ে অফফর্মে রয়েছে তারা। তবে দারুণ কিছু করা অসম্ভব নয় ইংলিশ দলটির জন্য।

রিয়ালের মতো এদিন জয় পেলেও সরাসরি প্লে অফ খেলা হচ্ছেনা বায়ার্নেরও।ঘরের মাঠে স্লোভান ব্রাতিস্লাভাকে ৩-১ গোলে হারিয়েছে ব্যাভারিয়ানরা।

প্রাথমিক পর্বের শেষ রাউন্ডের ১৮টি ম্যাচ একই সঙ্গে শুরু হয়। প্রায় প্রতি মিনিটে মিনিটেই পাল্টাচ্ছিল পয়েন্ট তালিকার চিত্র।

শেষ পর্যন্ত আট ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১১তম হয়েছে রেয়াল। সমান পয়েন্ট নিয়ে ১২তম বায়ার্ন।

রেয়াল ও বায়ার্নের মতো আগেই শেষ ষোলোর প্লে-অফ নিশ্চিত করেছিল ব্রেস্ত। ১৩ পয়েন্ট নিয়ে ১৮তম ফরাসি দলটি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com