শিরোনাম |
১০ হাজারের অভিজাত ক্লাবে স্মিথ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ১০ হাজারের অভিজাত ক্লাবে স্মিথ গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে এই মাইলফলকে পা রাখেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ব্যাটার স্মিথ। অস্ট্রেলিয়ার চতুর্থ ও বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। এ মাসের শুরুতেই এই মাইলফলক স্পর্শ করার খুব কাছে গিয়েও পারেননি স্মিথ। ভারতের বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হন স্রেফ ৪ রানে। আর এক রান করতে পারলেই অপেক্ষা বাড়ত না তার। পারিবারিক কারণে এই টেস্টে খেলছেন না প্যাট কামিন্স। যে কারণে দলের নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। তার মানে, অধিনায়ক হিসেবেই দশ হাজারী ক্লাবে প্রবেশ করলেন তিনি। ১০ হাজারি ক্লাবে অস্ট্রেলিয়ার প্রথম তিনজন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। ৩ জনই ১০ হাজার ছোঁয়ার ম্যাচে ছিলেন দলের অধিনায়ক। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রান ভারতীয় কিংবদন্তি শাচিন টেন্ডুলকারের। বিশেষ দিনটি ব্যাট হাতে ভালোই রাঙাচ্ছেন স্মিথ। চা বিরতির সময় তিনি অপরাজিত ছিলেন ১০৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৪ রানে। তার সঙ্গী উসমান খাওয়াজা তুলে নিয়েছেন সেঞ্চুরি। তিনি ১৬৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ১১৯ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন এই জুটি থেকে এসেছে ৩০ ওভারে ১২৬ রান। দ্বিতীয় সেশনের পুরেটাই কাটিয়ে দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২৬১ রান। |