শিরোনাম |
চীনের আকাশে এবার উঠবে ‘নকল সূর্য’?
নিজস্ব প্রতিবেদক :
|
![]() চীনের আকাশে এবার উঠবে ‘নকল সূর্য’? কিন্তু এসব গল্প কথা। বাস্তবে হয়তো কখনওই সূর্য নিভে যাবে না। আর যদি নিভে যায়, তবে চীন কিন্তু নিজেদের বেঁচে থাকার ব্যবস্থাটা করে ফেলেছে। আস্ত একটা নকল সূর্য বানিয়ে ফেলেছে শিয়ের বিজ্ঞানীরা। এমনিতেই নকল জিনিস তৈরিতে ওস্তাদ তারা। বিশ্বের বড় বড় সংস্থার নামীদামি পণ্যের প্রতিরূপ তৈরি করে ইতিমধ্যে গোটা দুনিয়া জুড়ে বিরাট ব্যবসা তৈরি করে ফেলেছে চীন। এবার শক্তির মূল উৎস, সূর্যের নকল বানিয়ে ফেলল তারা। কিন্তু কী দরকার ছিল এই সূর্যের? তাদের আশঙ্কা যে দিকে পৃথিবী এগোচ্ছে, যা খুশি তাই ঘটতে পারে। এমন একদিন সময় আসতেই পারে যখন সূর্য নিজের শক্তি হারিয়ে ফেলবে। সেই সময়ের জন্যই আগাম প্রস্তুতি নিতে এই নকল বা কৃত্রিম সূর্য বানানোর মিশনে নেমে ছিল তারা। আর যতদিন সূর্য নিজের শক্তি না হারাচ্ছে, তত দিন এই নকল সূর্যকে ব্যবহার করে পরিবেশের ক্ষতি ছাড়াই দেশজুড়ে বিদ্যুতের ঘাটতি মেটাতে পারবে চীন। সম্প্রতি, ১০০০ সেকেন্ডেরও বেশি সময় প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছে চীনের এই কৃত্রিম সূর্য। যার মাধ্যমে ১০ কোটি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তৈরি করা গিয়েছে। আসলে এই প্লাজমা যতক্ষণ বেশি ধরে রাখা সম্ভব হবে, তত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে। এর আগে ২০২৩ সালে একটি পরীক্ষায় মোট ৪০৩ সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা। দু’বছর কাটতেই এবার বড় সাফল্য। |