বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০২:৫৯ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ       বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত      
মির্জা ফখরুলের ৭৮তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 26 January, 2025
মির্জা ফখরুলের ৭৮তম জন্মদিন আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই রাজনৈতিক নেতা। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মায়ের নাম মির্জা ফাতেমা আমিন।
 
তিনি ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মহাসচিব নির্বাচিত হন। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ২০১১ সালের মার্চে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান।
শিক্ষাজীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

স্ত্রী রাহাত আরা বেগম এবং দুই মেয়ে মির্জা শামারুহ ও মির্জা সাফারুহকে নিয়ে মির্জা ফখরুলের সংসার। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তান নিয়ে থাকেন। তিনি সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে ক্যানবেরার ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সাইন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডির স্যানি ডেল’ স্কুলে শিক্ষকতা করেন।

গত বছর জন্মদিনের এই দিনে ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে একটি বানোয়াট মামলায় বন্দি ছিলেন মির্জা ফখরুল। ২০২৩ সালের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়। ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলকে আটক করে কারাগারে পাঠানো হয়। গত বছরের জন্মদিনে সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন স্ত্রী, সন্তান ও স্বজনরা।

তবে এ বছর চিত্র ভিন্ন। ছাত্র-জনতার প্রবল আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন মির্জা ফখরুল। জন্মদিন কাটাবেন পরিবারের সঙ্গে। বিশেষ এ দিন উপলক্ষে জ্যেষ্ঠ এই নেতাতে এরইমধ্যে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com