বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০২:০০ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭টি কার্তুজসহ দুই গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার        বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ       দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে : প্রেস সচিব       জাতীয় সংসদ নির্বাচনে ২,৮০০ কোটি টাকা চেয়েছে ইসি       তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি       এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ       বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত      
বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 24 January, 2025
বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান

বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই। শুধু আমাদের নেতৃবৃন্দ না আমাদের কর্মী না যত মানুষ খুন করা হয়েছে অন্যায় ভাবে সবার বিচার চাই। বৃহত্তর রংপুরবাসী আপনারা অনেক কারণেই গর্বিত অথচ আপনারা বঞ্চিত।

ডা. শফিকুর রহমান বলেন, এই কুড়িগ্রাম বহু দিক থেকে বঞ্চিত এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে। ঘোষণা হয়েছে তার কঙ্কাল আছে গোস্তও নাই চামড়াও নাই হাড্ডি সার। নিজস্ব কোন ক্যাম্পাস নেই ধকে ধুকে আস্তে আস্তে চলছে। অথচ এই প্রতিষ্ঠানটি এই অঞ্চলের চেহারাই বদলে দিত। শিক্ষা গবেষণার কেন্দ্রে পরিণত হতে এটা একটা সীমান্তিক জেলা এখানে মানুষ একটু অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে সেরকম কোন ব্যবস্থা নাই।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের একই জেলায় ইউনিভার্সিটি, মেডিকেল কলে, কৃষি বিশ্ববিদ্যালয, ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সবকিছু আছে একই জেলায় সবকিছু আছে আরেক জেলায় কিছুই নেই এটা কোন ধরনের ইনসাফ। বর্ষা কালে বৃষ্টি শুরু হলে আমরা ঢাকায় বসে আমাদের বুক দুরু দুরু করে আমরা আতঙ্কে থাকি কোন সময় খবর আসবে তিস্তা পাড়ের এই অবস্থায় দুর্দশা সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে কেন এটা স্থায়ী সমাধান হলো না। স্বাধীনতার অর্ধ শতাব্দীর পেরিয়ে গেল কিন্তু এই দুঃখ ঘুচানো হলো না কেন। ভোটের সময় এসে বাবা ডাকবে আর খেয়া পার হয়ে গেলে সালার মর্যাদাও দিবেন না। এই ধরনের দুষ্ট রাজনীতি পরিহার করতে হবে। এখানে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা। কার ইশারা ইঙ্গিতে এখনো এটা বন্ধ হয়ে আছে। কেন কাজ এখনো শুরু হলো না বাংলাদেশের জনগণ তা অবশ্যই জানার অধিকার রাখে। ফ্যাসিস সরকারের কারণে এটা হয় নাই 
এসময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিনসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত আমিরগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com