শিরোনাম |
আমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না’, ভিডিও কলে পুতিন-শি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() আমাদের বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না’, ভিডিও কলে পুতিন-শি এই বৈঠক নিয়ে ক্রেমলিনের তরফে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। এই ভিডিওটিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার সমকক্ষ চীনের প্রেসিডেন্ট শি’কে বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতা বজায় থাকা উচিত। পরবর্তীতে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি। শি আমার ভাল বন্ধু।’ অবশ্য সাম্প্রতিক মাসগুলোতেও পুতিন চীনকে ‘মিত্র’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে পুতিন আরও জানান, ‘আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের, পারস্পরিক বিশ্বাস ও সমর্থনের উপর ভিত্তি করে। বৈশ্বিক রাজনীতির উপর নির্ভর করে নয়। পরিস্থিতি যেমনই থাকুক না কেন সর্বদা পাশে থাকতে হবে। এমনটাই বন্ধুত্বের উদাহরণ হওয়া উচিত।’ অন্যদিকে শি পুতিনকে তার ‘কাছের বন্ধু’ বলে সম্বোধন করেন। তাদের সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বলে স্বীকার করেন তিনি। ভবিষ্যতে তা আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদী শি জিনপিং। উল্লেখ্য, এদিকে ইউক্রেনে টানা দীর্ঘ দিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করতে পুতিনের প্রতি আহ্বান জানান নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। শপথ গ্রহণের পর ট্রাম্প বলেন, পুতিনের উচিত যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তি করা। কারণ এই সংঘাত রাশিয়াকে ‘ধ্বংস’ করছে। একইসঙ্গে জানান জেলেনস্কিরও উচিত যুদ্ধ বন্ধে সায় দেয়া। |