বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৭:০৩:৪৭ পিএম
শিরোনাম স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার       রাজধানীতে পুলিশের অভিযানে ১০ অপরাধী গ্রেফতার      
লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাধা কপি চাষ করে কৃষক মো. জামাল স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছেন
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 21 January, 2025
লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাধা কপি চাষ করে কৃষক মো. জামাল স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছেন

লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাধা কপি চাষ করে কৃষক মো. জামাল স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছেন

লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাধা কপি চাষ করে কৃষক মো. জামাল স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছেন

লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাধা কপি চাষ করে কৃষক মো. জামাল স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছেন

জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে তার আবাদকৃত ২০ শতাংশ জমিতে প্রায় দেড় লাখ টাকার কপি উৎপাদন হয়েছে। তার দেখাদেখি উচ্চমান পুষ্টি সমৃদ্ধ রঙিন কপি চাষে উদ্বুদ্ধ হচ্ছে অন্যান্য কৃষকরাও।

কৃষক জামাল তার সফলতার কথা জানিয়ে বলেন, বাড়ির পাশেই ২০ শতাংশ জমিতে সাদা, গোলাপি, হলুদ ফুল কপি ও লাল বাঁধা কপি (রেডকেবব্যাগ) চাষ করেছি। উৎপাদন আশানুরূপ হয়েছে। রঙিন কপির দাম বেশি পাওয়ায় শতভাগ লাভের আশা করছি। তিনি জানান, জমিতে চাষসহ ফসল উৎপাদন তার খরচ পড়েছে প্রায় ৭০ হাজার টাকা। তার উৎপাদিত কপি প্রায় দেড় লাখ টাকা বিক্রি করতে পারবেন। তিনি আরও জানান, লাল বাঁধাকপি-রুবি কিং জাতের কপি উৎপাদনে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করা হয়েছে। এছাড়া পোকা থেকে রক্ষায় হলুদ ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করা হয়।

 কৃষক জামাল বলেন, এ অঞ্চলে আমি একাই রঙিন কপি চাষ করেছি। এখন অনেকেই এসে আমার কাছে এ কপি চাষের বিষয়ে জানতে চাচ্ছে। বাজারে কপির ভালো চাহিদা রয়েছে। খেতেও সুস্বাদু। বাজারে এ কপি সবার নজর কাড়ে। এছাড়া আমার বাগানটি একটি এনজিও সংস্থা প্রদর্শনী হিসেবে ব্যবহার করছে।
আক্তার উজ জামান নামে এক ব্যক্তি জানান, চরমনসা এলাকায় একজন কৃষক রঙিন কপি চাষ করছেন। এ কপিগুলো সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ। এজন্য ক্ষেত থেকেই কপি কিনতে এসেছি। দাম বেশি হলেও বাজারে এ কপির চাহিদা রয়েছে।

 স্থানীয় কৃষক মো. ইব্রাহিম বলেন, জামাল নতুন করে হলুদ, গোলাপি রঙের ফুলকপি ও লাল রঙের বাঁধাকপি চাষ করেছেন। ভালোই উৎপাদন হয়েছে। সাদা কপির দাম বাজারে এখন খুবই কম। কিন্তু রঙিন কপির দাম এখনো অনেকে বেশি। প্রতিকেজি রঙিন ফুল কপি এখন ১৫০ টাকা ও রঙিন বাঁধা কপি ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগামীতে আমিও চাষ করবো।
লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, পরীক্ষামূলক অবস্থায় একজন কৃষক রঙিন কপি আবাদ করেছেন। তিনি ভালো বাজারমূল্য ভালো পাচ্ছেন। রঙিন কপিগুলো পুষ্টিগুণে সমৃদ্ধ। এনিয়ে আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করে তুলছি। আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি এবং কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, যেন পুষ্টিগুণ সমৃদ্ধ রঙিন কপি উৎপাদনে আগ্রহী হয়। তাদেরকে অনুপ্রাণিত করছি যেন রঙিন কপিগুলো চাষ করে। এতে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com