শিরোনাম |
ব্রাহ্মণবাড়িয়ায় আবরনি উদ্যোগে অধ্যাপক একেএম হারুন-অর রশীদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া :
|
ব্রাহ্মণবাড়িয়া সাংস্কৃতিক অঙ্গনের বটবৃক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রয়াত অধ্যাপক একেএম হারুন-অর রশিদের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সংগঠনের উপদেষ্টা দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূরের সভাপতিত্বে প্রাধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন শাহীন, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত ও পল্লী সঞ্চয় ব্যাংক এর সাবেক জেলা আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ। স্মৃতিচারণ করে কবি আব্দুল মান্নান সরকার, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এডঃ মো: নাসির মিয়া, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমীন আশরাফ। সংগঠনের পুরাতন সদস্য সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসিরের পরিচালনায় সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক ও প্রশিক্ষক শারমিন সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনালী সকালের সাধারণ সম্পাদক সানিউর রহমান সানি। আবৃত্তিশিল্পী ওমর আহমেদের সার্বিক সহযোগিতার হারুন স্যারের সৃষ্টি থেকে তিনটি দলীয় আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা। সবশেষে অধ্যাপক একেএম হারুন-অর রশীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজান পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ। |