শিরোনাম |
আমেরিকায় বাংলাদেশ সোসাইটির নির্বাচনে জয়ী জাহাংগীর, আল হারুন
নিজস্ব প্রতিবেদক :
|
আমেরিকার
সর্ববৃহত সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন বিপুল ভোটে নির্বাচিত হলেন
নোয়াখালীর দুই কৃতি সন্তান।
গত ২৭শে অক্টোবর রবিবার সকাল ০৯ ঘটিকা থেকে রাত ০৯ ঘটিকা পযন্ত নিউইয়র্কের
পাঁচটি ভোট কেন্দ্রে সুস্টভাবে ভোট সম্পন হয। ঐদিন বাংলাদেশের মানুষ কে
সকাল থেকে রাত পযন্ত বিপুল উৎসাহ উদ্দিপনায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের
পছন্দের প্রাথীকে ভোট দিতে দেখা যায়। এবারের নির্বাচনে দুটি প্যানল
প্রতিদ্বন্দ্বীতা করেন। সেলিম- আলী পরিষদ ও রুহুল জাহিদ পরিষদ।সোসাইটির ১৯
সদস্য নিয়ে প্যানেল গঠিত হয।
ভোট শেষে রাত ১১ ঘটিকার সময় নিউইয়র্কের ঢাকা
ক্লাবে প্রধান নির্বাচন কমিশনার সকলের উপস্হিতিতে নির্বাচনের ফলাফল ঘোষনা
করেন। সেলিম- আলী পরিষদের পুরো প্যানেল বিপুল ভোটের ব্যবধানে রুহুল জাহিদ
পরিষদ কে পরাজিত করে জয়যুক্ত হলেন।
এবারের নির্বাচনে নোয়াখালীর দুই কৃ সন্তান সেলিম - আলী পরিষদে যুক্ত থেকে
বিপুল ভোটে ১নং কার্যনির্বাহী সদস্য পদে জয়যুক্ত হওয়ায় নোয়াখালীর সকল
মতের মানুষের পক্ষ থেকে অভিষিক্ত হচ্ছেন, কোম্পানিগন্জ ৩নং চরহাজারী
ইউনিয়নের কৃতি সন্তান , বিশিষ্ট ব্যবসায়ী নুর আলমের গর্বিত সন্তান ,
বিশিষ্ট ব্যবসায়ী ও উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যন জনাব আল হারুন
সিআইপি।
অন্যজন হলেন, নোয়াখালী সেনবাগে, ০৬ নং কাবিলপুর ইউনিয়ন, ইয়ারপুর গ্রামের
সাবেক সরকারী কর্মকতা জনাব মরহুম শহীদুল্লাহ গর্বিত সন্তান ও বাংলাদেশ
সংসদের বারংবারের সংসদ , চিপ হুইপ জনাব জয়নুল আবদিন ফারুক এর ভাতিজা
যুক্তরাষ্ট্র বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ
সেবক জনাব জাহাংগীর শহীদ সোহরাওয়াদী।
জনাব জাহাংগীর এবং আল হারুন কে ভোট দিয়ে জয়ী করায কমিউনিটির সকলের কাছে
কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেছেন। |