শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ ০৮:১২:৫১ এএম
শিরোনাম রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ       ভয়মুক্ত এক সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : প্রধান উপদেষ্টা       আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন : প্রধান উপদেষ্টা       ইইউ’র ২৮ রাষ্ট্রদূতের সঙ্গে ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাক্ষাৎ       ৭ বছরের দণ্ড থেকে আমানকে হাইকোর্টে খালাস       বউয়ের ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন রিজভী       বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান      
প্রকল্প নেওয়ার আগে সাধারণ জনগণের মতামত নিতে হবে ইসিকে
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 5 November, 2024
প্রকল্প নেওয়ার আগে সাধারণ জনগণের মতামত নিতে হবে ইসিকে
প্রকল্প নেওয়ার আগে সাধারণ জনগণের মতামত নিতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। ইসি সচিব শফিউল আজিমকে সম্প্রতি পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ইসি সচিব পরবর্তীতে সংস্থাটির অতিরিক্ত সচিবকে পরিকল্পনা কমিশনের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলেছেন। পরিকল্পনা কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প/কর্মসূচি গ্রহণ ও প্রণয়ন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা নিশ্চিতকরণকল্পে বিনিয়োগ প্রকল্প বা কর্মসূচির প্রস্তাব (ডিপিপি) উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনে প্রেরণের পূর্বে সর্বসাধারণের মতামত গ্রহণ করতে হবে। 
এক্ষেত্রে প্রকল্প বা কর্মসূচি সম্পর্কে মতামত প্রদানের সুবিধার্থে প্রকল্প বা কর্মসূচির প্রাথমিক তথ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যথা সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে), প্রকল্প গ্রহণের পটভূমি বা যৌক্তিকতা, প্রকল্প এলাকা, আর্থিক ও অর্থনৈতিক সম্ভাব্য ফলাফল, পরিবেশ ও সামাজিক প্রভাব, দুর্যোগের ঝুঁকি ও ঝুঁকি প্রশমন পরিকল্পনা, প্রযোজ্য ক্ষেত্রে গ্রীন এ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট নির্দেশক সংবলিত অংশ উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

ওয়েবসাইটে প্রকাশের পর মতামত প্রদানের জন্য অন্যূন দুই সপ্তাহ সময় দিতে হবে। মতামত প্রদানের জন্য মন্ত্রণালয় বা বিভাগের আইসিটি সেল কর্তৃক একটি কমেন্ট বক্স তৈরি করতে হবে। মতামত পাওয়ার পর উদ্যোগী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক বিস্তারিত পর্যালোচনান্তে প্রয়োজনীয় সংযোজন বা বিয়োজন ও পরিমার্জনপূর্বক ডিপিপি চূড়ান্ত করে অনুমোদন প্রক্রিয়াকরণের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন বর্তমানে ইলেকট্রনিক ভোটিং মেশিন, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রকল্পসহ কয়েকটি প্রকল্প চলমান রেখেছে। এছাড়া বিভিন্ন সময় প্রশিক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করে থাকে সংস্থাটি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com