শিরোনাম |
নানা কর্মসূচির মধ্যদিয়ে নোয়াখালীতে যুবদিবস পালিত হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
|
জাতীয় যুব দিবস -২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়নের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে বেগমগন্জ উপজেলায় পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে এক বর্নাঢ্য রেলি বের হয় পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বেগমগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম মিঠু এর সঞ্চালনায় বেগমগঞ্জ উপজেলা যুব উন্মন কর্মকর্তা মোঃনিজাম উদ্দীনের সভাপতিত্বে দিক নির্দেশনা মূূলক বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আরিফুর রহমান, যুব সংগঠকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বেগমগঞ্জ -সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিঠু, রাজগঞ্জ ছাত্র যুব কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, পরে শপথ বাক্য পাঠ বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, যুব ঋণের বিতরণ,, সফল সংগঠনের, মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ, করা হয়।
শেষে যুবকর্মীরা উপজেলা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন এই সময় উপজেলা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সৈয়দ মুরাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,এছাড়াও আলাইয়ারপুর যুব উন্নয়ন সংস্থা, কাদিরপুর আফজল স্মৃতি সংসদ, প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন, রাজগঞ্জ ইউনিয়ন ক্লাব,ও শিখা সংসদের নেতৃবৃন্দগন উপস্থিতি। |