শিরোনাম |
সাবেক গণপূর্তমন্ত্রীর গ্রেফতারের খবরে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
|
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবাইদুল মোকতাদির চৌধুরীর গ্রেফতারের খবরে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে শহরের কালীবাড়ি মোড় থেকে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ইউসুফ ভুইয়া, খালেদ সাইফুল্লাহ সিরাজী, ইকরামুল মারজান চৌধুরী, মুফতি ইয়াছিন আরাফাত, ইফতিখার জামীল, বেলাল হুসাইন, কাজী খালেদ সাইফুল্লাহ ও মাওলানা কাজী আকরাম প্রমুখ। পরে তারা মিষ্টি বিতরণ করেন। এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা ও নাশতার মামলা রয়েছে৷ |