শিরোনাম |
বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের ‘স্ত্রী ২’
বিনোদন ডেস্ক:
|
ভারতের আলোচিত সিনেমা ‘স্ত্রী ২’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি ভারতের বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসার পাশাপাশি একের পর এক রেকর্ড গড়েছে। এই সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে 'দি অভি কথাচিত্র'। আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবার সম্ভাবনা আছে। 'স্ত্রী ২' সিনেমা আমদানির বিপরীতে বাংলাদেশের 'প্রহেলিকা' ভারতে যাচ্ছে। শেখ হাসিনা, শমী কায়সার, মমতাজ ও তারানা হালিমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী ২' সিনেমায় বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল স্ত্রী। ছবির সিক্যুয়েল ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা ছাপিয়ে যেতে সক্ষম হয়েছেন শ্রদ্ধা, রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপারশক্তি খুরানারা। |