শিরোনাম |
অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সংগঠকরা বলেন, সরকার বদল হলেও নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। আগের সরকারের মেয়াদে ঊর্ধ্বমুখী দামে নাজেহাল হওয়া সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে ভোগ্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আসার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে না পারলে এ সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে। সমাবেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিও জানান বক্তারা। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। |