বুধবার ১৮ জুন ২০২৫ ১৩:০৬:৩৬ পিএম
শিরোনাম দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত গুলশানে বাড়ি       খামেনির ঘোষণার পর ইসরায়েলে মাত্র ২০ মিনিটে ৩০ ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত       বান্দরবানে আবারও পাহাড়ি ঢলে পর্যটক নিখোঁজ       বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১১ ক্রিকেটার       স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় এভারকেয়ারে যাবেন খালেদা জিয়া       সিনেমা থেকে অরুণাকে জোর করে বাদ দেন রেখা!       এক দিনেই যেভাবে ইসরায়েলের ২৮টি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান!      
হুইল চেয়ারে করে হাসপাতাল ছাড়লেন গোবিন্দ
বিনোদন ডেস্ক:
Published : Friday, 4 October, 2024
হুইল চেয়ারে করে হাসপাতাল ছাড়লেন গোবিন্দ

হুইল চেয়ারে করে হাসপাতাল ছাড়লেন গোবিন্দ

চার দিন পর বলিউড অভিনেতা গোবিন্দ হাসপাতাল থেকে ছাড়া পেলেন। বের হয়েই কৃজ্ঞতা জানালেন ভক্ত এবং সৃষ্টিকর্তার প্রতি। তবে এ সময় তাকে হুইল চেয়ারে করে হাসপাতাল ছাড়তে হয়। সঙ্গে ছিলেন তার স্ত্রী সুনীতা আহুজা ও কন্যা টিনা আহুজা। শুক্রবার ৪ অক্টোবর দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে টানা চার দিন গুলিবিদ্ধ হয়ে তাকে মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়।

হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের গোবিন্দ বলেন, ‘বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা হৃদয়ের অন্তস্থল থেকে আমার জন্য দোয়া করেছেন। আমি হৃদয় থেকেই তাদের ভালোবাসি। এছাড়া সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। এ যাত্রায় তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই আামার এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন।’

হাসপাতাল থেকে বের হওয়ার সময়ে ভক্তদের উড়ন্ত চুমু ছুড়ে দেন গোবিন্দ। যে ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাসপাতাল থেকে সরাসরি বাসায় যাওয়ার কথা রয়েছে গোবিন্দের।

উল্লেখ্য, ১ অক্টোবর ভোর ৫টা নাগাদ গুলিবিদ্ধ হন গোবিন্দ। ঠিক সে সময়ে তিনি বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভোরের ফ্লাইটে তার কলকাতায় যাওয়ার কথা ছিল। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। মুম্বাইয়ের একটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, গুলি তার হাঁটুতে লেগেছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com