শিরোনাম |
বাফুফে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা তাবিথ আউয়ালের
নিজস্ব প্রতিবেদক :
|
বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার পর পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচনের জন্য শোনা যাচ্ছিল তাবিথ আউয়ালের নাম। এত দিন গুঞ্জন হিসেবে থাকলেও এবার নিজেই নির্বাচন করার ঘোষণা দিলেন তিনি। আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাফুফে নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তাবিথ আউয়াল। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তাবিথ বলেন, ‘এত দিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব। সাবেক ফুটবলার তাবিথ আউয়াল ২০১২ ও ১৬ সালে বাফুফের সহসভাপতি ছিলেন। |