শিরোনাম |
মালদ্বীপের সঙ্গে ড্র করে শঙ্কায় বাংলাদেশ, ভাগ্য ভারতের হাতে
খেলা ডেস্ক:
|
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও এল না জয়। আজ মালদ্বীপের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশি যুবারা। তাতে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিয়ে বেড়েছে শঙ্কা। ভারত, বাংলাদেশ ও মালদ্বীপকে নিয়ে গড়া ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। সেই ম্যাচের ওপরই এখন ঝুলে আছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার ভাগ্য। ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপে সবার ওপরে ভারত। যেহেতু দুই দল সেমিফাইনালে খেলবে তাই আগামীকাল ড্র করলেও সেমিফাইনালে খেলবে মালদ্বীপ। আজ রবিবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। এদিন ম্যাচের শুরু থেকেই মালদ্বীপের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে বাংলাদেশের আক্রমণভাগ। ম্যাচের ১২তম মিনিটে অপু রহমানের ভলি সহজেই ধরে ফেলেন মালদ্বীপ গোলরক্ষক। ২৪তম মিনিটে কর্নারের পর বল জালে জড়িয়েও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ৩৭ মিনিটে আরেকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংরাদেশ। বক্সের ঠিক বাইরে থেকে মোর্শেদের বাঁ পায়ের বাঁকানো শট ঢুলে যায় জালে। ৬৮তম মিনিটে আবারও বল জড়িয়েও গোল পায়নি বাংলাদেশ। এবার আগেই বাজে ফাউলের বাঁশি। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে ম্যাচে সমতা ফেরায় মালদ্বীপ। দলটির অধিনায়ক মোহাম্মদ ইলান ইমরান কোনাকুটি শটে বাংলাদেশের জালে বল জড়ান। ৮৪তম মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর দল। |