রোববার ৬ অক্টোবর ২০২৪ ১১:১০:৩৩ এএম
শিরোনাম পরিবর্তনের পরও কোথায় যেন ভীতি ও আস্থাহীনতা কাজ করছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য       আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না : অর্থ উপদেষ্টা       মাদারীপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাঁধা দেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে       নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা       কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩       কারখানায় যেতে ভয় লাগে, বললেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী       স্বমহিমায় ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের      
দুইশ ৫২ বিচারককে বদলি
নিম্ন আদালতে ব্যাপক রদবদল
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 8 September, 2024
নিম্ন আদালতে ব্যাপক রদবদল
নিম্ন আদালতে ব্যাপক রদবদল ব্যাপক রদবদল করা হয়েছে। এক দিনেই অধস্তন আদালতের প্রায় দুইশ ৫২ বিচারককে বদলি করা হয়েছে। তাদের মধ্যে আইন সচিব মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানীকে আইন সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতেও এসেছে নতুন মুখ।

জানা গেছে, ক্ষমতার পট-পরিবর্তনের পর এটাই বিচার বিভাগে সবচেয়ে বড় রদবদল। আজ রোববার আইন মন্ত্রণালয় থেকে এসব রদবদলের অন্তত এক ডজনেরও বেশি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে ৫৩ জন জেলা ও দায়রা জজকে রদবদল করা হয়েছে। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ মো. রুহুল আমিনকে বদলি করে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।

নেত্রকোনার যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে ঢাকার সিএমএম করা হয়েছে। এ ছাড়া সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরে আলম ভূঞাকে ঢাকার সিজেএম করা হয়েছে। বদলি করাদের মধ্যে ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়েরও ৫৩ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এ ছাড়া ২৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। এ ছাড়া বদলি করা হয়েছে সাতজন যুগ্ম জেলা ও দায়রা জজকে। ১১৪ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজকে রদবদল করা হয়েছে। বদলি করা অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। বদলি করা যুগ্ম জেলা জজদের জেলা ও দায়রা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের জেলা ও দায়রা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

বদলির প্রজ্ঞাপনগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সুবিধাভোগী ছিলেন, বছরের পর বছর ঢাকায় কাটিয়েছেন, তাদের অনেককেই ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এ ছাড়া সবচেয়ে সুবিধাভোগী সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা এবং সাবেক মন্ত্রীর অত্যন্ত অনুগত ও আত্মীয় হিসেবে পরিচিত মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে সংযুক্ত করা হয় আইন মন্ত্রণালয়ের আলোচিত যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহাকে। তবে এখনো দুএকজন সুবিধাভোগী গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com