রোববার ৬ অক্টোবর ২০২৪ ১১:১০:১২ এএম
শিরোনাম পরিবর্তনের পরও কোথায় যেন ভীতি ও আস্থাহীনতা কাজ করছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য       আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না : অর্থ উপদেষ্টা       মাদারীপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাঁধা দেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে       নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা       কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩       কারখানায় যেতে ভয় লাগে, বললেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী       স্বমহিমায় ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের      
নোয়াখালী হাতিয়ায় ফসলি জমিতে বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 8 September, 2024
নোয়াখালী হাতিয়ায় ফসলি জমিতে বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালী হাতিয়ায় ফসলি জমিতে বেড়িবাঁধ নির্মাণের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নোয়াখালী হাতিয়ায় নকশা বহির্ভূতভাবে ফসলি জমি ও বসত বাড়ির উপর জোরপূর্বক মাটি খনন করে বিশ্ব বেড়িবাঁধ নির্মাণ করার প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসি বিক্ষোভ ও মানববন্ধন করেছে। রোববার দুপুর ১২ টায় হাতিয়া উপজেলার বয়ারচর দিদার বাজার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ মানব্বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশগ্রহণ করে। মানব্বন্ধনে ক্ষতিগ্রস্তরা বলেন, হাতিয়া উপজেলার বয়ারচরের ১নং হরণি ইউনিয়নের ৩, ৬ ও ৯নং ওয়ার্ডের টাংকি সমাজের দক্ষিণ ইসলামপুর ও কাজীরটেক গ্রামের বাসিন্দা তারা। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এ তিন ওয়ার্ডের উপর দিয়ে বিশ্ব বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। 

ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগন জানান, তাদেরকে বেড়িবাঁধ নির্মাণের জন্য যে নকশা দেখানো হয়েছে, সে অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। ঠিকাদার হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ক্ষমতার প্রভাব খাটিয়ে নকশা বহির্ভূত ভাবে মানুষের ঘর বাড়ি ও ফসলি জমিতে ইচ্ছামত আঁকা বাঁকা করে বেড়িবাঁধ নির্মাণের জন্য মাটি কেটে নিয়ে যায়। ফলে মানুষ ঘর বাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এতে করে অনেকে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে সকল ক্ষতিপূরণ দাবি করে সম্প্রতি জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা দাবি করেন, ঠিকাদার সাবেক এমপি মোহাম্মদ আলী মানুষের ক্ষতি পূরণ না দিয়ে উল্টো ক্ষমতার প্রভাব খাটিয়ে ভয় ভীতি প্রদর্শন করে মানুষকে এলাকা ছাড়া করেছিল। মানব্বন্ধনে বক্তব্য রাখেন, চেয়ারম্যান ঘাট বাজার কমিটির সভাপতি জামশেদ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ভুক্তভোগী মোঃ রায়হান উদ্দিন রাফি, মোঃ হারুনুর রশিদ, সাইফুদ্দিন, সারোয়ার হোসেন, বেলাল উদ্দিন প্রমুখ। 

বক্তাগন ঠিকাদারের বিচার ও ক্ষতিগ্রস্তদের সঠিক ক্ষতিপূরণের দাবি জানান। এ নিয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমীর ফয়সল জানান, বেড়িবাঁধ নির্মাণ এলাকায় একর প্রক্রিয়া কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। ওই এলাকায় অবস্থিত বাড়ি ঘর জমিন গাছ পালা পুকুর  সহ সকল কিছুর ক্ষতি তিন গুন দেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, আবেদনের আলোকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিস্তারিত খবর নিয়ে আমাকে জানাবেন।/আজাদ 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com