রোববার ৬ অক্টোবর ২০২৪ ১০:১০:৫০ এএম
শিরোনাম পরিবর্তনের পরও কোথায় যেন ভীতি ও আস্থাহীনতা কাজ করছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য       আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না : অর্থ উপদেষ্টা       মাদারীপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাঁধা দেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে       নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা       কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩       কারখানায় যেতে ভয় লাগে, বললেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী       স্বমহিমায় ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের      
শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ
খেলা ডেস্ক:
Published : Sunday, 8 September, 2024
শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ

ভুটানের বিপক্ষে তাদের মাঠে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে ১-০তে জয় পায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দ্বিতীয়টিতেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাংলিমিথাং স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। যেখানে গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করেছ দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন রুখে দিয়েছে ভুটান। তাতে দুই ম্যাচ প্রীতি সিরিজের ১-১ ব্যবধানে সিরিজ ড্র হলো। 

ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। কয়েকটি গোছানো আক্রমণও করে তারা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। আজও বাংলাদেশ আগের দিনের মতো ম্যাড়ম্যাড়ে শুরু করে। অন্যদিকে সময় নিয়ে আক্রমণের গতি বাড়ায় ভুটান। তবে তা আটকে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ম্যাচের ১১ মিনিটে তপুর লম্বা বল অফসাইড ফাঁদ ভেঙে পেয়ে ডান দিকে আক্রমণে গিয়েছিলেন ফাহিম।

তবে তার শট ব্লক করে দেন ভুটানের এক ডিফেন্ডার। উল্টো ম্যাচের ৩৩ মিনিটে ভালো সুযোগ পায় ভুটান। কয়েকজনকে কাঁটিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করেন ভুটানের ফরোয়ার্ড। তবে তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মার্মা।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সোহেল রানার থ্রু থেকে বক্সে ঢুকে গিয়েছিলেন শাহরিয়ার ইমন। তবে তার শট আগুয়ান ইয়েশি গেলশেন ব্লক করে গোল হতে দেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। তবে গোল করতে ব্যর্থ হয় টাইগাররা। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে মারিয়া হয়ে খেলতে থাকে ভুটান। একের পর এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। তবে আক্রমণগুলো আটকে যায় অ্যাটাকিং থার্ডে। ম্যাচের একদম শেষ দিকে ডেড লক ভাঙে ভুটান। কিঙ্গা ওয়াগচুক গোল করে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত তার গোলই জয় নিয়ে মাঠ ছাড়ে ভুটান। তাতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করল বাংলাদেশ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com