রোববার ৬ অক্টোবর ২০২৪ ১০:১০:৩৪ এএম
শিরোনাম পরিবর্তনের পরও কোথায় যেন ভীতি ও আস্থাহীনতা কাজ করছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য       আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না : অর্থ উপদেষ্টা       মাদারীপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাঁধা দেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে       নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা       কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩       কারখানায় যেতে ভয় লাগে, বললেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী       স্বমহিমায় ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের      
ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 8 September, 2024
ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮-এর সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার আল আমিন তালুকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, রাশেদ ঢাকায় আমার ব্যবসা দেখাশোনা করত। গত ১৬ আগস্ট শুক্রবার ওর দুই বছরের ছেলে রাফসানকে দেখতে বাড়িতে আসে। জুমার নামাজের পর সে ছেলের জন্য ফল কিনতে বার্থী বাজারে যায়। সেখানে তাকে ছাত্রদলের লোকজন আটকে চাঁদা দাবি করে। অন্যথায় এলাকায় থাকতে দেবে না বলে হুমকি দেয়। 

রাশেদ চাঁদা দেবে না জানালে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনের নেতৃত্বে সাইমুন, হামিম তালুকদারসহ ১০ থেকে ১৫ জন ব্যাপক মারধর করে। উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে আমার ভাই মারা যায়। মারধর থেকে বাঁচতে বাজারের কামরুলের দোকানে আশ্রয় নিলে সে দোকানেও ভাঙচুর চালায় ছাত্রদলের কর্মীরা। র‌্যাব জানিয়েছে, ঘটনার পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। 

র‌্যাব ছায়া তদন্তে নেমে জানতে পারে প্রধান আসামি আল আমিন শরীয়তপুরের চিকন্দি বাজারে আত্মগোপনে আছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গৌরনদী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রাশেদ হত্যা মামলায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। র‌্যাব একজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার আসামি সব স্বীকার করেছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com