রোববার ৬ অক্টোবর ২০২৪ ১০:১০:৩০ এএম
শিরোনাম পরিবর্তনের পরও কোথায় যেন ভীতি ও আস্থাহীনতা কাজ করছে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য       আর্থিক খাতে অপরাধ করে কেউ পার পাবে না : অর্থ উপদেষ্টা       মাদারীপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাঁধা দেয়ার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে       নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা       কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩       কারখানায় যেতে ভয় লাগে, বললেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী       স্বমহিমায় ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের      
প্রথম হয়েও সোনার পদক পেলেন না ইরানের থ্রোয়ার, ভারতের রুপা হয়ে গেল সোনা
খেলা ডেস্ক:
Published : Sunday, 8 September, 2024
প্রথম হয়েও সোনার পদক পেলেন না ইরানের থ্রোয়ার, ভারতের রুপা হয়ে গেল সোনা

প্রথম হয়েও সোনার পদক পেলেন না ইরানের থ্রোয়ার, ভারতের রুপা হয়ে গেল সোনা

নতুন প্যারালিম্পিক রেকর্ড গড়ে প্রথম হয়েছেন, সোনা জয়ের আনন্দে উদ্যাপনও করেছেন। কিন্তু বেইত সাদেঘের গলায় আর পদক উঠল না। আচরণবিধি ভঙ্গের দায়ে ইরানের এই অ্যাথলেটকে ফাইনালে অযোগ্য ঘোষণা করে তাঁর পদক বাতিল করেছে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (আইপিসি)। সাদেঘের দুর্ভাগ্যে ‘কপাল খুলেছে’ ভারতের নবদ্বীপ সিংয়ের। প্যারালিম্পিক জ্যাভেলিন থ্রো এফ৪১ ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েও সোনা জিতেছেন এই থ্রোয়ার।

শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন ক্রীড়াবিদদের নিয়ে আয়োজিত প্যারালিম্পিককে জ্যাভেলিন থ্রো এফ৪১ ক্যাটাগরিতে খেলেন খর্বকায় খেলোয়াড়েরা। আজ প্যারিসে ছেলেদের বিভাগে ইরানের সাদেঘ ৪৭.৬৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন। নতুন রেকর্ড নিশ্চিত হতেই বাতাসে ঘুষি ছুড়ে এবং লম্বা দৌড় দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাদেঘ। এরপর একটি কালো পতাকা হাতে নেন, যেটিতে আরবি লেখা ছিল।

জ্যাভেলিনে অপ্রতিরোধ্য (আনস্টপেবল) উল্লাসকে নিরুৎসাহিত করা হয়ে থাকে। এ ছাড়া দেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকাও বহন করা যায় না। দুটিতেই কার্ড দেখার শঙ্কা থাকে। প্যারালিম্পিক কমিটি অবশ্য সাদেঘকে ‘ডিসকোয়ালিফায়েড’ করতে গিয়ে সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকসের (ডব্লুপিএ) বিবৃতিতে বলা হয়, সাদেঘ সংস্থার আচরণবিধি ও নৈতিকতাবিষয়ক ৮.১ ধারা ভঙ্গ করেছেন।

সাদেঘ ফাইনালে ‘অযোগ্য’ ঘোষিত হওয়ায় সোনার পদক দেওয়া হয় ভারতের নবদ্বীপকে, যিনি ৪৭.৩২ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুড়ে দ্বিতীয় হয়েছিলেন। প্যারালিম্পিকের এই ইভেন্টে এটি ভারতের প্রথম সোনা।

ভারতের প্যারা–অ্যাথলেটিকসের প্রধান কোচ সত্যনারায়ণ বার্তা সংস্থা এএনআইকে জানান, সাদেঘ ভুল পতাকা ব্যবহার করাতেই অযোগ্য ঘোষিত হয়েছেন, ‘ইরান আপিল করেছিল। সেটি বাতিল হয়ে যাওয়ায় নবদ্বীপের পদক উন্নীত হয়ে রুপা থেকে সোনা হয়েছে। প্যারালিম্পিক কমিটির আচরণবিধি অনুসারে রাজনৈতিক স্লোগান ব্যবহার করা যায় না। ইরানের প্রতিযোগী ভুল পতাকা ব্যবহার করায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com