শিরোনাম |
ছাত্র জনতার আত্মহুতির মাধ্যমে অর্জিত স্বাধীনতা জাতি আজীবন স্মরণ রাখবে: প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম
নিজস্ব প্রতিবেদক :
|
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেছেন, ছাত্র জনতার আত্মহুতির মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা জাতি আজীবন স্মরণ রাখবে। গতকাল রোববার বিকেলে হাতিয়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বৈষম্য বিরোধী আন্দোলনে ও বন্যায় শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফজলুল আজিম বলেন, হাতিয়ার মানুষ শান্তি প্রিয়। শান্তির জনপদ হাতিয়াকে অশান্ত করতে দেওয়া হবেনা। সন্ত্রাসী চাদাবাজ অস্ত্রবাজ এবং মাদক নির্মুল করতে আইন শৃংখলা বাহীনিকে সর্বত্মক সহযোগিতা করতে হাতিয়াবাসীর প্রতি আহবান জানান। এ ক্ষেত্রে কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা বলে উপস্থিত কর্মী সমর্থকদের সতর্ক করেন। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত হাতিয়াবাসীর সঙ্গে থাকব। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের অনেক কাজ এখনো বাকী। আধুনিক সুবিধা বঞ্চিত হাতিয়া বাসীর ভাগ্য উন্নয়নে অনেক কাজ করতে হবে। হাতিয়ার উন্নয়ন ও অসম্পুর্ন কাজ করতে তাকে সহযোগিতা করার আহবান জানান। এক্ষেত্রে হাতিয়াবাসীকে অহিংস রাজনীতিতে বিশ্বাসী হয়ে প্রত্যেক মানুষকে সৎ কর্তব্য প্ররায়ন ও দেশ প্রেমিক হওয়ার পরামর্শ দেন। গত কয়েক বছর এলাকায় আসতে পারেননি উল্লেখ করে বলেন, যদিও এলাকায় আসতে পারিনি কিন্তু এক মিনিটের জন্যও হাতিয়ার মাটি ও মানুষের কথা ভুলিনি। মুঠো ফোনে প্রতি দিন প্রতিটি এলাকার মানুষের সুখ দুঃখের খোজ খবর নিয়েছি এবং অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। রবিবার বিকালে ঢাকা থেকে হেলিকপ্টারে হাতিয়ার নিজ বাড়ী পৌর সদরের ওছখালীতে পৌছানোর পর হাতিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে উপস্থিত সর্বস্তরের হাজার হাজার কর্মী সমর্থক ও জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমনের সঞ্চালনায় জনসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, ফজলুল আজিমের সহধর্মীনী মিসেস শামীমা আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আবদুর রহিম, উপজে বিএনপি সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল উদ্দিন রাশেদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আমীরুল ইসলাম আমীর, পৌর যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার আরমান প্রমুখ। এদিকে জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা হাতিয়ার নিঝুম দ্বীপ, হরণী, চানন্দী, সুখচর, চরঈশ্বর, চরকিং, তমরদ্দি, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হন। মানুষের এই সমাগম সভাস্থল থেকে প্রধান সড়কে উপজেলার মোড় পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়। এসময় জাহাজমারা-নলচিরা সড়কে চলাচলকারী গনপরিবহনকে বিকল্প সড়কে চলাচল করতে দেখা যায়। হাসিনা সরকারের পতনের পর সাবেক সাংসদ ফজলুল আজিম হাতিয়াতে এটিই প্রথম আসা। এদিকে ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি সমর্থীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করলেও কোন জন সংযোগ ও সভা করতে দেয়নি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। আলোচনা সভা শেষে বি এন পির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ আবদুর রহিম। গণ/ আজাদ ভুঁইয়া |