শিরোনাম |
এফবিসিসিআই আইকন ভবনে Collaboration in Holistic Healthcare: Bangladesh and India শিরোনামে সভা অনুষ্ঠিত
মোঃ মাহমুদুর রহমান (মিলন)
|
![]() এফবিসিসিআই আইকন ভবনে Collaboration in Holistic Healthcare: Bangladesh and India শিরোনামে সভা অনুষ্ঠিত গতকাল ১৫ই জুলাই ২০২৪ইং এফবিসিসিআই আইকন ভবনে Confederation of Indian Industries-এর এক প্রতিনিধি দলের সাথে Collaboration in Holistic Healthcare: Bangladesh
and India শিরোনামে একটি সভা অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই এর সিনিয়র সহ সভাপতি আমিন হেলালীর নেতৃত্বে সহ সভাপতি জসোদা জীবন দেবনাথ,পরিচালক প্রীতি চক্রবর্তী ও হাফেজ হারুন সহ এফবিসিসিআই-এর ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। এফবিসিসিআই-এর সিনিয়র সহসভাপতি আমিন হেলালী ভারতীয় প্রতিনিধি দলকে ফুলের তোড়া দিয়ে এফবিসিসিআইয়ে স্বাগত জানান। Confederation of Indian Industries এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন Caritas Hospital & Institute of Health
Science Kerala-এর পরিচালক Dr. Binu Kunnath। সাথে ছিলেন Senu Sam, Ardra Kurien, Anwar Hossain, Hashim M M, Ayesha Saleem, Dr, Somit Kumar, M Prasanth, Salahudheen Manapurath ও অনেকে। ভারতের স্বাস্থ্য খাতের এই প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিটিং শেষে এফবিসিসিআই-এ আসতে দেরী হওয়ায় সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারা বলেন, তারা এলোপ্যাথি চিকিৎসা ও আয়ুর্বেদ পণ্যের প্রচার ও প্রসারের জন্য এসেছেন। তারা এফবিসিসিআই-এর সিনিয়র সহসভাপতি আমিন হেলালীকে তাদের ঐতিহ্যবাহী উপহার দিয়ে সম্মান জানান। ![]() এফবিসিসিআই আইকন ভবনে Collaboration in Holistic Healthcare: Bangladesh and India শিরোনামে সভা অনুষ্ঠিত এফবিসিসিআই-এর সহ সভাপতি জসোদা জীবন দেবনাথ আলোচনায় বলেন, ভারতে চিকিৎসা করতে যাওয়ায় ভিসা এক জটিল সমস্যা। যা সহজীকরণ বিষয়ে তিনি প্রতিনিধি দলের সহযোগিতা চান। এছাড়া এফবিসিসিআই-এর পরিচালক প্রীতি চক্রবর্তী বাংলাদেশের খাতের ব্যবসায়ী ও ভারতের স্বাস্থ্য খাতের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ডায়াগনস্টিক ও হাসপাতাল করার বিষয়ে আহ্বান জানান। দুই দেশের ব্যবসায়ীদের মতবিনিময় ও গ্রুপ ফটোসেশন এর মাধ্যমে শেষ হয় সভাটি। |