শিরোনাম |
সন্ত্রাসীরা কমপক্ষে ১০০ জন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে: ছাত্রলীগ সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক :
|
![]() সন্ত্রাসীরা কমপক্ষে ১০০ জন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে: ছাত্রলীগ সাধারণ সম্পাদক আজ সোমবার বিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। তিনি বলেন, ‘দলীয় কর্মীদের বাঁচাতে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং মুক্তিযুদ্ধের চেতনার অংশ হিসেবেই আমরা রাস্তায় নেমেছি। সন্ত্রাসীরা কমপক্ষে ১০০ জন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তারা ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোটা সংস্কারের পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে ইনান বলেন, ‘আমরা সব সময় বলেছি, কোটার যৌক্তিক সংস্করণ চাই। আশা করছি, যৌক্তিক সংস্কারই হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ প্রথম হামলা চালায় ঢাবির বিজয় একাত্তর হলে। পরে এই হামলা গোটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েছেন। ক্যাম্পাসে ও ঢামেকের সামনে বিচ্ছন্নভাবে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে ককেটেল বিস্ফোরণ হয়েছে। |