রোববার ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:০১:১৩ পিএম
শিরোনাম গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর       এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি প্রয়োজন: অর্থ উপদেষ্টা       এবার এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি, পিটিশন দাখিল       বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয়: ড. আসিফ নজরুল       বাংলাদেশকে সুলভমূল্যে বিদ্যুৎ দিতে চায় চীন: রাষ্ট্রদূত       মির্জা ফখরুলের ৭৮তম জন্মদিন আজ        অর্থনীতির ভিত মজবুত ও শক্তিশালী করতে কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করবে : প্রধান উপদেষ্টা      
ফাইনালে কাকে পাচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে নাকি কলম্বিয়াকে?
খেলা ডেস্ক:
Published : Wednesday, 10 July, 2024
ফাইনালে কাকে পাচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে নাকি কলম্বিয়াকে?

ফাইনালে কাকে পাচ্ছে আর্জেন্টিনা, উরুগুয়ে নাকি কলম্বিয়াকে?

এবারের কোপা আমেরিকা যদি হয় একটি নদী, তবে এর এক পার শান্ত-সুবোধ; অন্য পার খরস্রোতা, বিধ্বংসী। সেখানে কে কাকে কখন ফেলে দিচ্ছে, কার হৃদয় ভাঙছে, কে করছে রণহুংকার, তা দেখার মতোই। ওপারে আর্জেন্টিনার তা বোঝার কথা নয়। ইকুয়েডরকে হারিয়ে এখন সেমিফাইনালে খেলছে তারা কানাডার বিপক্ষে। যেখানে এ পারে এখন কলম্বিয়া-উরুগুয়ের রণভেরি বাজছে ধুন্ধুমার।

মার্সেলো বিয়েলসার উরুগুয়ে খেলছে ইউরোপিয়ান ধাঁচের আগ্রাসী ফুটবল, যে ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি ব্রাজিলের নান্দনিকতা। ২০১১-এর পর কোপার শিরোপা ফেরাতে এখন তারা উন্মুখ। তবে বড় বাধা কলম্বিয়া, যারা আবার এই মুহূর্তে তাদের সেরা সময়টা পার করছে।

টানা ২৭ ম্যাচ আছে অপরাজেয় ধারায়। হামেস রোদ্রিগেস আবার ফুটবলের সোনালি ফুটবল ফোটাচ্ছেন। লুইস দিয়াস গতি, কার্যকারিতায় হয়ে উঠেছে দলের বড় বাজি। এই ম্যাচ আসরেরই অন্যতম সেরা দ্বৈরথ হতে যাচ্ছে।

এখান থেকে যোগ্যতর দলটিই হতে যাচ্ছে শিরোপার জন্য আর্জেন্টিনার চ্যালেঞ্জার। তবে নর্থ ক্যারোলাইনায় বাংলাদেশ সময় আগামীকাল ভোরে শেষ হাসি হাসবে কারা, তা এখনই বলে দেওয়ার কোনো উপায় নেই। কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সব সময় সামনের ম্যাচটা।’ উরুগুয়ে ম্যাচের আগে সেটা তাঁর জন্য সর্বাংশেই সত্য। উরুগুইয়ানদের না পেরিয়ে ফাইনালের মঞ্চটা যে তিনি দেখতে পারছেন না।

বিয়েলসার উরুগুয়ের জন্যও বড় পরীক্ষা এই কলম্বিয়া। রোদ্রিগেসের সৃষ্টিশীলতা যেমন থামাতে হবে তাঁকে, তেমনি সামলাতে হবে দিয়াসের গতি। আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি, ১১ গোল করেছে দলটি। চ্যালেঞ্জটা তাই জানা আছে বিয়েলসার, ‘কলম্বিয়া দলে অনেক ফরোয়ার্ড। এমনটা সচরাচর দেখা যায় না এখন। আর প্রত্যেকেই প্রায় একই মানের। সৃষ্টিশীলতায়ও তাদের ঘাটতি নেই, বরাবরের মতো প্রতিপক্ষের ওপর আধিপত্য করে খেলতেই তারা পছন্দ করে।

কোপায় মুখোমুখি পরিসংখ্যানে উরুগুয়ের সাফল্যের হারটাই অবশ্য বেশি। ১২ ম্যাচের ৬টাই তারা জিতেছে, ড্র তিন, তিন হার। গত কোপায় সর্বশেষ মুখোমুখি লড়াই গড়ায় টাইব্রেকারে। জিতে কলম্বিয়াই সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনার বিপক্ষে। কোপায় নবমবারের মতো শেষ চারে খেলছেন কলম্বিয়ানরা। সেখানে উরুগুয়ে সেমিফাইনালে উঠে এসেছে ১৩ বছর পর। ২০১১ তে সর্বশেষ শিরোপাও তাদের। এবারও কি শিরোপায় থামবে তারা? তবে তার জন্য আজ কলম্বিয়ার বাধাটা পেরোতে হবে আগে। তারাও যে রঙিন স্বপ্ন বুনছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com