শিরোনাম |
বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি বুধবার (১২ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। মুনিবুর রহমান বলেন, চার্ট অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কি না, ভাড়া দুই থেকে তিন গুণ বেশি আদায় করা হচ্ছে কি না অথবা বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কি না- এগুলো দেখভালের জন্য সার্ভিল্যান্স টিম আছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থাকবে। অযাচিতভাবে ভাড়া আদায় করা হয় এমন কোনো অভিযোগ এলে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। বাড়তি ভাড়া নিয়ে যদি নিয়মের ব্যত্যয় ঘটানো হয়, তবে সার্ভিল্যান্স টিম আছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঢাকার বাইরে লোকাল বাস নিয়ে যাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন, অনেক সময় তাদের আটকানো যায় না। কিন্তু আটকানো না গেলেও আমরা তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারব। পরে যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যায়। অতিরিক্ত কমিশনার বলেন, আমরা যদি তাদের রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করতে পারি, আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থা গ্রহণ করতে পারব। |