বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২:৫৪ পিএম
শিরোনাম হাসিনাবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২       হাসিনার সুধা সদন পুরোটাই ধ্বংসস্তূপ, মালামাল নিয়ে যাচ্ছে জনতা        সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব ফ্রিজ       খুলনার শেখ বাড়ি ধংসস্তুপ, বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর       হাসিনা, তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছো: হাসনাত       নিয়োগ বাতিলের প্রতিবাদে সচিবালয়ের সামনে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের       হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ      
ঢাকায় হতে পারে আট মাত্রার ভূমিকম্প: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 12 June, 2024

ঢাকায় হতে পারে আট মাত্রার ভূমিকম্প: প্রতিমন্ত্রী 
ঢাকা মহানগরীতে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে বলে সতর্ক করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিববুর রহমান।  আর এতে রাজধানীর পাঁচ ভাগের এক ভাগ ভবন ধ্বংস হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তার। 

বুধবার বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি।  তার দাবি, এসব তথ্য একটি আন্তর্জাতিক গবেষণার ফলাফল। 

মুহিববুর রহমান বলেন, ঢাকায় আট মাত্রার ভূমিকম্প হলে ২০ শতাংশ ভবন ধ্বংস হতে পারে বলেও শঙ্কা রয়েছে।  তবে এ জন্য ভয়ের কারণ নেই।  এমন পরিস্থিতি বহুদেশে আছে।  যেমন, তুরস্কে ভূমিকম্প হয়।

‘কিন্তু, তারা দুর্যোগ সহনীয় অবকাঠামো ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে।  যে কারণে সমস্যা এলে তা সমাধান করার সক্ষমতা তাদের আছে, বলেন প্রতিমন্ত্রী। 

ভূমিকম্প হলে তার প্রভাব মোকাবিলায় দেশের শহর অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবী তৈরি করতে সরকার কাজ করছে বলে জানান মুহিববুর রহমান।  বলেন, ভবনগুলো যদি ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কার ও মানুষকে উদ্ধার করতে আমরা ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছি।

এদিকে সম্প্রতি দেশের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সাত হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।  বলেন, রিমাল বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল। আমরা পরিকল্পিত ও সমন্বিতভাবে এটা মোকাবিলা করেছি। 

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, সাত হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এই তথ্য পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

তবে এখনো পর্যন্ত ৯০ শতাংশ তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির এই হিসাব পাওয়া গেছে বলে জানান প্রতিমন্ত্রী। 

এদিকে বজ্রপাত মোকাবিলায় এক হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প সহাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বলেন, বজ্রপাত মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে সচিবসহ প্রতিমন্ত্রী ফ্রান্স সফরে যাবেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com