শিরোনাম |
সেরা আটের আশা বাঁচিয়ে রাখতে ১০৭ চাই পাকিস্তানের
খেলা ডেস্ক:
|
![]() সেরা আটের আশা বাঁচিয়ে রাখতে ১০৭ চাই পাকিস্তানের মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদি-নাসিম শাহর বোলিং তোপে ধুঁকতে থাকে কানাডা। দলীয় ৫৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে কানাডা। তবে ব্যাটারদের আশা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার অ্যারন জনসন। কানাডার এই ওপেনারের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে কানাডা। জনসন করেন ৪৪ বলে ৫২ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও হারিস রউফ নেন ২টি করে উইকেট। |