বুধবার ১৯ মার্চ ২০২৫ ১৮:০৩:১১ পিএম
শিরোনাম স্থানীয় সরকার বিভাগ থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ       ‘আরসার প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়’        গাইবান্ধার প্রকৌশলীর কাছ থেকে জব্দ করা ৩৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা       প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ       তৃণমূল পর্যায়ে পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা       যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার       রাজধানীতে পুলিশের অভিযানে ১০ অপরাধী গ্রেফতার      
রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
খেলা ডেস্ক:
Published : Saturday, 8 June, 2024
রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

লক্ষ্যটা ছিল হাতের নাগালেই। তবে বাজে শুরুর পর মাঝে দাপট দেখাল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে শঙ্কা ভর করলেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করল টাইগাররা।

আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে বোলারদের দাপটে প্রথমে ব্যাট করা শ্রীলংকাকে ১২৪ রানে থামিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে লংকানরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ও এক ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই টপঅর্ডারের ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারেই শূন্য রানে ধনাঞ্জয়া ডি সিলভার বলে আউট হন সৌম্য। এরপর তানজিদ হাসানকে বোল্ড করেন নুয়ান থুশারা। এই বোলারের দ্বিতীয় শিকার হয়ে ৭ রানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। তারা ৩৮ বলে ৬৩ রান তোলেন। কিন্তু উইকেটে ঝড় তোলা হৃদয় অবশেষে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হন। তিনি ২০ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন। ধীর ব্যাটিং করা লিটন দাস হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন। তিনি ৩৮ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৬রান করেন। এরপর দ্রুত সাকিব আল হাসান (১৪ বলে ৮), রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ আউট হলে খেলায় নাটকীয়তা মোড় নেয়। তবে সব শঙ্কাকে দূরে ঠেলে বাংলাদেশকে জয় পাইয়ে দেন মাহমুদউল্লাহ। তিনি ১৩ বলে একটি ছক্কায় ১৬ রানে অপরাজিত থাকেন। শ্রীলংকান বোলারদের মধ্যে নুয়ান থুশারা ৪টি ও হাসারাঙ্গা ২টি উইকেট পান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা শ্রীলংকার প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ১০ রানে থাকা কুশল মেন্ডিসকে বোল্ড করেন এই পেসার। এরপর কামিন্দু মেন্ডিসকে বেশিক্ষণ টিকতে দেননি মোস্তাফিজ। তানজিমের ক্যাচে ফেরান তাকে।

লংকানদের তৃতীয় উইকেটও তুলে নেন মোস্তাফিজুর রহমান। উইকেটে ঝড় তোলা ওপেনার পাথুম নিশাঙ্কাকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাচে ফেরান তিনি। নিশাঙ্কা ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেছেন।

লংকার ইনিংসে পর পর দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন রিশাদ হোসেন। ১৪তম ওভারের প্রথম বলে চারিথ আসালাঙ্কাকে (১৯) ফেরান, পরের বলেই শূন্য রানে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করেন এই লেগস্পিনার। তবে নিজের পরের প্রথম বলেই ফের উইকেটের দেখা পান রিশাদ। এবার ২১ রানে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরান তিনি।

তাসকিন নিজের শেষ ওভারে ফের উইকেটের দেখা পান। উইকেটকিপার লিটন দাসের ক্যাচে দাসুন শানাকাকে আউট করেন এই পেসার। আর মহেশ থিকশানাকে ফিরিয়ে তৃতীয় উইকেট দখল করেন মোস্তাফিজ। এরপর নিজের শেষ ও ইনিংসের শেষ ওভারে উইকেটের দেখা পান তানজিম হাসান সাকিব। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে মোস্তাফিজের ক্যাচে ১৬ রানে ফেরান এই ডানহাতি পেসার। বাংলাদেশি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান মোস্তাফিজ ও রিশাদ। ২টি উইকেট দখল করেন তাসকিন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com