শিরোনাম |
ইসলাম-ধর্ম ও মহানবী(সাঃ)সহ সাহাবিদের কুটুক্তিকর মন্তব্য করার প্রতিবাদে যুবকের বিরুদ্ধে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ইসলাম-ধর্ম ও মহানবী(সাঃ)সহ সাহাবিদের কুটুক্তিকর মন্তব্য করার প্রতিবাদে যুবকের বিরুদ্ধে বিক্ষোভ ইসলাম-ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ(সাঃ)সহ সাহাবিদের বিরুদ্ধে ফেইসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে(নাস্তিক)নাইমুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ধর্ম-প্রান মুসলিম উম্মা। এ ঘটনাটি ঘটেছে সেনবাগ উপজেলাতে গত ২৪ শে মে(শুক্রবার)২০২৪ ইং জুমার নামাজের পর। এলাবাসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতার পাইয়া গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে(নাস্তিক)নাইমুল ইসলাম ঘটনার দিন তার নিজ ফেইসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও নবী রাসুল-দের বিরুদ্ধে অবমাননা ও আপত্তিকর পোস্ট করলে উক্ত পোস্টটি এলাকায় সচেতন মহলের মধ্যে ছড়িয়ে পড়লে ছাতার পাইয়া বাজার সহ সেনবাগ থানার সামনে(নাস্তিক)নাইমুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে এলাকাবাসি সহ ধর্মপ্রাণ মুসলিম জনতা। এ সময় কতেক ধর্ম-প্রান মুসলিম জনতা এ প্রতিবেদক কে জানায়,এই ছেলেটি নবী ও ইসলাম ধর্মের শত্রু। ইতিপূর্বে ও তার বিরুদ্ধে গত ১৫ই সেপ্টেম্বর ২০২২ইং তারিখে নামাজ ও ইসলাম ধর্মকে নিয়ে অপমানকর মন্তব্য করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে পালিয়ে গিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে সে ইসলামের ক্ষতি করে যাচ্ছে।ইসলাম-ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ(সাঃ)সহ সাহাবিদের অবমাননাকারী(নাস্তিক)নাইমুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোটালে তার বিরুদ্ধে একাধিক বার সংবাদ ছাপানোর পরে ও থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে না। ![]() ইসলাম-ধর্ম ও মহানবী(সাঃ)সহ সাহাবিদের কুটুক্তিকর মন্তব্য করার প্রতিবাদে যুবকের বিরুদ্ধে বিক্ষোভ এই বিষয়ে জানতে চাইলে নাইমুল ইসলামের মা,কয়েকদিন আগে এলাকাবাসির কাছে ভিডিওর মাধ্যমে স্বীকারোক্তি করেবলেন,তার নাইমুল ইসলামকে তেজ্য করা হয়েছে এবং তিনি আরও বলেন,এই সন্তান তাদের ছেলে নয়। |