সোমবার ২১ এপ্রিল ২০২৫ ০১:০৪:০৪ এএম
শিরোনাম নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই       জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্ছুর।       গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না : ড. মাসুদ        প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন       রাষ্ট্রের দুই অঙ্গের সমমর্যাদায় বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি       প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন       আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর      
লড়াই করে হারল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 9 December, 2023
লড়াই করে হারল বাংলাদেশ

লড়াই করে হারল বাংলাদেশ

সিলেট টেস্টের সুখস্মৃতি নিয়ে ঢাকায় এসেছিল টিম বাংলাদেশ। মিরপুরে মাঠে নামার আগেই টাইগাররা দাঁড়িয়ে ছিল দারুণ এক ইতিহাসের সামনে। হোম অব ক্রিকেটে নিউজিল্যান্ড বধ হলেই ইতিহাস গড়তেন নাজমুল হোসেন শান্তরা।

ইতিহাস গড়ার পথে বাংলাদেশের বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। মাথার ওপরে কালো মেঘ নিয়েই ঢাকা টেস্টের প্রথম দিন কাটিয়ে দেয় দুদল। তবে দ্বিতীয় দিন মিরপুরের আকাশ ভেঙে ঝরতে শুরু করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টিতেই দিনের খেলা ভেস্তে যায়। এতে খেলা গড়ায় তৃতীয় দিনে। যেখানে কিউইদের অল্পতেই আটকে দেয় টাইগাররা।

ঢাকা টেস্টের চতুর্থ দিন নতুন স্বপ্নে বিভোর বাংলাদেশ দল দেখে ব্যাটিং বিপর্যয়। তাতেই কিউইদের বিপক্ষে টেস্ট ফরম্যাটে সিরিজ জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে স্বাগতিকদের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। এতে সিরিজ ১-১ এ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে শান্ত বাহিনীকে।

এর আগে ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে বাংলাদেশ সংগ্রহ করে ১৪৪ রান। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭২ ও নিউজিল্যান্ড ১৮০ রান করেছে। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৭ রান।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও টম লাথাম। ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন শরিফুল ইসলাম। তার পেসে পরাস্ত হয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন কনওয়ে। আউট হওয়ার আগে ২ রান করেন তিনি।

তিন নম্বরে ব্যাট হাতে ক্রিজে আসেন কেন উইলিয়ামসন। কিন্তু তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ডাউন দ্য উইকেটে খেলতে এসে তাইজুলের বলটি মিস করেন। পরে সেই সুযোগে স্ট্যাম্পিং করেন সোহান।

এরপর বাইশ গজে নিজেদের মেলে ধরার আগেই সাজঘরের পথ ধরেছেন হেনরি নিকোলস (৩)। এরপরই ফিরে যান টম ব্লান্ডেল ও ড্যারিল মিচেল।

নিয়মিত বিরতিতে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে স্যান্টনারের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন গ্লেন ফিলিপস। এ জুটির ব্যাটেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম সাউদির দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে ম্যাচের শুরুতেই উইকেট বিলিয়ে দেন জয়। অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণিতে ২ রানেই থামেন এ ডানহাতি ব্যাটার।

জয়ের বিদায়ে উইকেটে আসেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনিও নিজের ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। টাইগার দলপতিকে থামিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। আউট হওয়ার আগে ১৫ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। তবে নিজের ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি তিনি। অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণিতে লেগ বিফরের ফাঁদে পড়েন এ ব্যাটার। পরে বাইশ গজে এসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। স্যান্টরারের বলে আউট হওয়ার আগে ৯ রান করেন এ ডানহাতি ব্যাটার।

এরপর শুধু আসা-যাওয়ার মধ্যে ছিলেন টাইগার ব্যাটাররা। ব্যাট হাতে দুই অঙ্কের ঘর ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন শাহাদাত হোসেন দিপু (৪), মেহেদী হাসান মিরাজ (৩), নুরুল হাসান সোহান (০) ও নাঈম হাসানরা (৯)।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় লক্ষ্য থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন টাইগার ওপেনার জাকির হাসান। তার ফিফটিতে ভর দিয়েই লড়াকু পুঁজি সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন অ্যাজাজ প্যাটেল।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com