বুধবার ১৮ জুন ২০২৫ ১১:০৬:৩০ এএম
শিরোনাম ইরানে ইসরায়েলি আগ্রাসন, নিহতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই       দুপুরের মধ্যে দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস       ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে : গোলাম মোস্তফা       শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের দিন       ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইরান       জ্বলছে ইসরায়েল, কাঁদছে ইহুদিরা! মনে কী পড়ছে ফিলিস্তিনিদের?       এলাকার আধিপত্য বিস্তারে রূপগঞ্জে যুবদলের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ ও গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ১০       
‘বিএনপি ও জাপা ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য গড়েছে’
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 25 December, 2022
‘বিএনপি ও জাপা ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য গড়েছে’

‘বিএনপি ও জাপা ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য গড়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থেকে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) নিজেদের ভাগ্য গড়েছে। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময় তারা দাবি করে যে, অনেক বছর ক্ষমতায় থেকেছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ক্ষমতায় থেকে তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি। জনগণের ভাগ্য গড়া আওয়ামী লীগের কাজ। আমরা সেই কাজটাই করছি। মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের বড় শক্তি। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংগঠন মাটি ও মানুষ থেকে গড়ে ওঠা। বিএনপি ও জাতীয় পার্টি তো গড়ে উঠেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে। ক্ষমতা দখলকারী মিলিটারি শাসকের পকেট থেকে এরা বের হয়ে এসেছে, এরা ভাসমান। কাজেই জনগণের প্রতি এদের দায়িত্ব নেই।

তিনি বলেন, অনেক বড় বড় দেশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। তারা কখনও আমাদের স্বাধীনতা পছন্দ করবে না। কিন্তু জনগণকে যদি সঠিক পথে রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।

এ সময় গণভবনে টানা দশমবারের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com