শিরোনাম |
ভারতে "ওয়ার্ল্ড চেঞ্জমেকার-২০২২" পুরস্কার পেলেন নিজাম
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ভারতে আলোচনা বিষয়বস্তু ছিল জাতিসংঘ কর্তৃক ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে করনীয় এছাড়াও বিভিন্ন পেশার দক্ষতা সম্ভাবনা বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করা। পূর্ব-এশিয়া বিশেষ করে উড়িষ্যার আদি সংস্কৃতি বালিযাত্রা সম্পর্ক স্থাপনের অন্যান্য নিদর্শন হিসেবে তুলে ধরা হয়। বিভিন্ন দেশের সংস্কৃতি, ব্যবসা- বাণিজ্য, শিক্ষা, পর্যটন সহ বহুবিধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিদেশে জনকল্যাণমূলক কাজে অবদানের স্বীকৃতি স্বরূপ গুনীজন সন্মাণনা ও পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে চলচ্চিত্র পরিচালক ও সংগঠক মোঃ নিজাম উদ্দিন উক্ত সন্মেলনে অংশগ্রহণ করেন। মোঃ নিজাম উদ্দিন বলেন: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক চলচ্চিত্র নির্মাণ করা,সেই সাথে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে নানাবিধ কর্মকান্ডে অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ ভারত সরকার অনুমোদিত সংগঠন কালিঙ্গা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আমাকে "ওয়ার্ল্ড চেঞ্জ মেকার-২০২২" পুরষ্কার এছাড়াও "বিশেষ অতিথি" সন্মাণনা প্রদান করেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই ভারতের 'কালিঙ্গা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃপক্ষকে। যারা আমার মত এমন ক্ষুদ্র একজন মানুষ ও বাংলাদেশকে সন্মানিত করেছেন। তিনি বলেন আরো বলেন: সর্বপ্রথম ২০১৮ সালে আইইউএস সংস্থা কর্তৃক আন্তর্জাতিক যুব সম্মেলন, নেপাল থেকে প্রতিবন্ধী, নারী ও শিশু অধিকার আদায় বিষয়ে চলচ্চিত্র নির্মাণে অবদান রাখায় আমাকে "ইয়ুথ চেঞ্জমেকার" পুরষ্কার প্রদান করা হয়। মোঃ নিজাম উদ্দিন চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি 'ঢেঁকি প্রযোজনা' প্রতিষ্ঠানের একজন কর্নধার। এছাড়াও বাংলাদেশ সরকার অনুমোদিত সংগঠন 'ওয়াশলীরা কাজ করছেন। |