শনিবার ৯ নভেম্বর ২০২৪ ২০:১১:০১ পিএম
শিরোনাম সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা বাফুফের       বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশ কমালো আদানি       ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ       যুদ্ধবাজ মুনাফাখোরদের সময় শেষ, বললেন ইলন মাস্ক       আওয়ামী লীগ দেশের সকল রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে: মির্জা ফখরুল       রঙিন ঘুড়ি ফাউন্ডেশন এর ১৫ তম শিক্ষা সামগ্রী বিতরন       নোয়াখালীতে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেন বিএনপি নেত্রী শামীমা বরকত       
করোনা শনাক্তের হার বাড়ছে, মৃত্যু ৫
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 1 July, 2022
করোনা শনাক্তের হার বাড়ছে, মৃত্যু ৫

করোনা শনাক্তের হার বাড়ছে, মৃত্যু ৫

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৪৪তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৫৪ জন।  

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৯৭ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১২ হাজার ৩৮৯টি পরীক্ষায় এক হাজার ৮৯৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৪ লাখ ৪৬ হাজার ২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ১৪ হাজার ৩৪৭টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩৭৪টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২৪৮ জনসহ মোট ১৯ লাখ সাত হাজার ৭৫৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫৬ শতাংশ।

মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন নারী। তাদের মধ্যে একজন চল্লিশোর্ধ্ব, একজন পঞ্চাশোর্ধ্ব ও একজন আশিঊর্ধ্ব। বিভাগওয়ারী হিসেবে সবাই ঢাকা বিভাগের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৪ কোটি ৩৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৩৯ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫১ কোটি ৮৯ লাখের বেশি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : [email protected], [email protected], [email protected], [email protected], web : www.gonokantho.com