শিরোনাম |
“পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন”
আহসান হাবিব সোহেল স্টাফ রিপোর্টার:
|
![]() “পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়ে সংবাদ সম্মেলন” উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, এম.পি। সভা প্রধান থাকবেন: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি: মো. ওমর ফারুক, সভাপতি- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, সহ-সভাপতি: কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সাখাওয়াত মুন, মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। অধ্যাপক ড. রাশিদ আশকারী- সাবেক ভিসি, ইসলামী বিশ্ববিদ্যালয়, প্রমুখ। আবদুস সোবহান গোলাপ এমপি বলেন,যার জন্ম না হলে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেতাম না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই সুযোগ্য কন্যা জননেত্রী, দেশরত্ন, শেখ হাসিনা তিনি একটি স্বপ্নকে বাস্তবায়ন করছেন সেটা হলো পদ্মা সেতু। পদ্মা সেতুর শুরু থেকে যে এক ধরনের বাধা-বিপত্তি এবং একদল কুচক্রমহল এটাকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগে যায়। এটা নিয়ে এমনকি তারা বিশ্ব ব্যাংক থেকে লোন বন্ধ করে দেয়। কিন্তু শেখ হাসিনার স্বপ্ন ছিল তিনি দক্ষিণবঙ্গের মানুষের জন্য স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করবেন। জনো নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করেছে। দেশের বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়েছে। মহামারী করোনার কারণে অনেক দেশ পিছিয়ে গেছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের করোনার টিকা ব্যবস্থা করেছেন। জননেত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশের মাথাপিছু আয় আরো বৃদ্ধি পেয়েছে। জননেত্রীর বাংলাদেশের মানুষের স্বপ্ন স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন আপনারা সবাই থাকবেন। তিনি আরো বলেন, সিলেট সুনামগঞ্জে বন্যায় প্লাবিত মানুষের সরকারিভাবে সহযোগিতা চলছে এবং আপনারাও তাদের সহযোগিতা করবেন। পদ্মা সেতু উদ্বোধন'কে স্বাগত জানিয়ে দৈনিক বঙ্গজননী আয়োজিত আলোচনা সভায় ভিডিও ক্যামেরাম্যান/স্টিল ক্যামেরাম্যান ও রিপোর্টারদের কার্ড ফিতা কভার স্টীকার ইত্যাদি প্রদান করেন। |